জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া) :
রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে বন্যা উপদ্রুত জেলার জন্য মাল্টিপারপাস রেসকিউ বোট প্রদান করা হয়েছে। বিশ্ব নদী দিবস উদযাপন উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে রোববার (২৫ সেপ্টেম্বর) মহিপুরে শেখ হাসিনা সেতুর পশ্চিম পাশে ফিতা কেটে বোটটির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন ও উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ। এছাড়া বিশ্ব নদী দিবস উপলক্ষে বোটের মধ্যে কেক কাটেন অতিথিবৃন্দ। এর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব নদী দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, প্রকৌশলী মজিদুল ইসলাম, পিআইও মুনিমুল হক, সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান চয়ন, ইন্সট্রাকটর লুৎফর রহমান, লক্ষ্মীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী, ক্লিন রিভার বাংলাদেশ রংপুর প্রধান আজহারুল ইসলামসহ স্কাউটস সদস্য, জনপ্রতিনিধি, ক্লিন রিভারের সদস্য, গণমাধ্যম কর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি