November 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 3rd, 2022, 7:47 pm

এবার সমুদ্রে আদর-মাহি

অনলাইন ডেস্ক :

কদিন আগে তাদের দেখা গিয়েছিলো বান্দরবানের পাহাড়ে ঘুরে বেড়াতে। মেঘ-সবুজের কাছে গিয়ে মজেছিলেন প্রেমময় রসায়নে। দিন দশেক পর এখন তারা কক্সবাজার, সমুদ্রের তীরে। নীল জলরাশির ঢেউ আর ছাদসম আসমানকে সাক্ষী রেখে এখানেও জমিয়েছেন প্রেমের গল্প। বলছি ঢালিউডের নতুন জুটি মাহিয়া মাহি ও আদর আজাদের কথা; তাদের নতুন সিনেমা ‘যাও পাখি বলো তারে’র কথা। গত রোববার সন্ধ্যায় প্রকাশ হয়েছে সিনেমাটির দ্বিতীয় গান ‘এতো আলো’। এর দৃশ্যেই বঙ্গোপসাগরের তীরে ঘুরে রোম্যান্স করতে দেখা গেছে তাদেরকে। এটি গেয়েছেন বেলাল খান। এ মিজানের কথায় সুর বসিয়েছেন গায়ক নিজেই। মিউজিক অ্যারেঞ্জমেন্টে ছিলেন শোভন রায়। রোম্যান্টিক গানটির কোরিওগ্রাফি করেছেন হাবিবুর রহমান। গানের বাণীর সঙ্গে একাত্ম হয়ে রোম্যান্সে মজেছেন আদর-মাহি। অন্তর্জালে চোখ রাখলে দেখা যায়, দর্শক তাদের যুগলবন্দিতে মুগ্ধতা খুঁজে পাচ্ছেন। দু’জনকে দারুণ মানিয়েছে বলে মনে করছেন অধিকাংশ দর্শক। গায়ক-সুরকার বেলাল খান বলেছেন, ‘গানটি একটু আলাদাভাবে করতে চেয়েছি। বাণিজ্যিক ধারার সিনেমাতে যেমন গান থাকে আমি সেটা থেকে কিছুটা বের হতে চেয়েছি। কতটা পেরেছি, সেটা নির্ধারণ করবেন শ্রোতারা।’ উল্লেখ্য, ত্রিভূজ প্রেমের গল্পে ‘যাও পাখি বলো তারে’ সিনেমাটি বানিয়েছেন মোস্তাফিজুর রহমান মানিক। এতে আদর ও মাহির সঙ্গে অভিনয় করেছেন শিপন মিত্র। আরও আছেন রাশেদ মামুন অপু, সুব্রত, মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), মাসুম বাশার, অভিনেত্রী রেবেকা রউফ, মিলি বাশার, লাবণ্য প্রমুখ। ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির নির্বাহী প্রযোজক তমালিকা আকরাম। আগামী ৭ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই সিনেমা।