স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, এবারের বিশ্ব ইজতেমা দুই ধাপে অনুষ্ঠিত হবে। ২০২৩ সালের জানুয়ারি মাসের ১৩ থেকে ১৫ তারিখ হবে ইজতেমার প্রথমধাপ এবং ২০ থেকে ২২ তারিখ হবে দ্বিতীয়ধাপ।
বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ ও আইন শৃঙ্খলা সভা শেষে মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, দুই গ্রুপের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হয়েছে। জুবায়ের গ্রুপের বিশ্ব ইজতেমা ১৩-১৫ জানুয়ারি এবং অন্য গ্রুপের ইজতেমা ২০-২২ জানুয়ারি হবে।
তিনি আরও বলেন, ‘গত দুইবছর ইজতেমা হয়নি। প্রধানমন্ত্রী ২০২৩ সালের ইজতেমা সংক্ষিপ্ত আকারে করতে নির্দেশ দিয়েছেন। ’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইজতেমা নিয়ে দলগুলোর মধ্যে বিরোধ ছিল এবং তা চলছে। আমি দলগুলোর কাছ থেকে পরামর্শ চেয়েছি। আমি তাদের আগের বারের মতো সাজানোর প্রস্তাব দিয়েছি এবং তারা মেনে নিয়েছে।’
—ইউএনবি
আরও পড়ুন
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
কমতে শুরু করেছে কুড়িগ্রামের নদীর পানি, ভাঙন আতঙ্কে মানুষ
দিনাজপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২