অনলাইন ডেস্ক :
আগামী মাসে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের এবারের আসর। এরইমধ্যে ফুটবলপ্রেমীদের মাঝে আসরটি ঘিরে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। পাশাপাশি আল বাইত স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ কী চমক থাকবে তা নিয়েও জল্পনা-কল্পনার অন্ত নেই! তবে শাকিরা ভক্তদের জন্য সুখবর আবারও বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন এই শিল্পী। এর মাধ্যমে দীর্ঘ ১২ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরছেন তিনি। উল্লেখ্য, ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা ফুটবল বিশ্বকাপে ‘ওয়াকা ওয়াকা’ গানটি দিয়ে ঝড় তুলেছিলেন শাকিরা। এক গান দিয়ে রাতারাতি সারাবিশ্বের তরুণদের তারকা হয়ে ওঠেন এই লাতিন গায়িকা। তার গান আর নাচের ছন্দে যেন ভিন্নমাত্রা পেয়েছিল বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠান। এরপর কেটে গেছে ১ যুগ। মাঝে দু-বার বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা হলেও বিশেষ কিছু ভক্তদের উপহার দিতে পারেননি এই গায়িকা। তবে এবার সেই খরা কাটাতে যাচ্ছেন তিনি। অনেকেই মনে করছেন এবারের আসরে চমক লাগা পারফর্ম দিয়ে নতুন করে আলোচনার জন্ম দেবেন শাকিরা। কেননা, চলতি বছরটা খুব একটা ভালো যাচ্ছে না গায়িকার। স্প্যানিশ ফুটবলার পিকের সঙ্গে বিচ্ছেদ, কর ফাঁকির মামলাসহ নানা নেতিবাচক ইস্যু নিয়ে বারবার খবরের শিরোনামে এসেছেন শাকিরা। তাই শাকিরা ভক্তরা মনে করছেন বিশ্বকাপের মতো বড় মঞ্চে পারফর্ম করে নিশ্চিতভাবেই ছন্দে ফিরতে চাইবেন তিনি। তবে কেবল শাকিরাই নন, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে আরও পারফর্ম করবে জনপ্রিয় ব্রিটিশ গায়িকা ডুয়া লিপা এবং এই সময়ের অন্যতম আলোচিত কোরিয়ান ব্র্যান্ড বিটিএস। যদিও ফিফা অথবা শিল্পীদের পক্ষ থেকে এ খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। একাধিক গণমাধ্যম প্রকাশ করেছে, শাকিরা ও দুয়া লিপার পারফর্মের বিষয়টি একেবারে নিশ্চিত। কিন্তু বিটিএসের বিষয়টি নিয়ে নিশ্চিত করে কিছু জানায়নি তারা। সকল জল্পনা ছাপিয়ে বিটিএস বিশ্বকাপের মতো বড় মঞ্চে গাইলে এশীয় ব্যান্ডদলটির জন্য সেটা হবে এক অনন্য অর্জন। উল্লেখ্য, ১৯৬২ সালে চিলি বিশ্বকাপ দিয়ে শুরু হয় বিশ্বকাপের উদ্বোধনীতে থিম সিংয়ের চল। সেবার পারফর্ম করেছিল চিলির ব্যান্ড লস র?্যাম্বলার্স ও আর্জেন্টিনার গায়ক হরগে রগাস।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ