November 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 28th, 2022, 8:22 pm

টুইটারের বহিষ্কৃত সিইও পরাগ আগরওয়াল পেতে পারেন ৪২ মিলিয়ন ডলার

টুইটারের বহিষ্কৃত ভারতীয় বংশোদ্ভূত সিইও পরাগ আগরওয়াল টুইটার ছাড়ার পরে ৪২ মিলিয়ন ডলার পাবেন বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানান।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, কোম্পানির নিয়ন্ত্রণ পরিবর্তনের এক বছরের মধ্যে যদি আগরওয়ালকে বরখাস্ত করা হয়,তাহলে তিনি আনুমানিক ৪২ মিলিয়ন ডলার পাবেন।

প্রতিবেদনে আরও বলা হয়, টুইটারের নতুন মালিক ইলন মাস্ক কোম্পানিটি কেনার জন্য ৪৪ বিলিয়ন ডলারের চুক্তি করে।

মাস্ক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের দায়িত্বে রয়েছেন এবং দায়িত্ব নেয়ার পরই সিইও পরাগ আগরওয়াল,সিএফও নেড সেগাল এবং জেনারেল কাউন্সেল ভিজায়া গাড্ডেকে বরখাস্ত করেছেন।

মাস্ক টুইটারের ব্যবস্থাপনায় তার বিশ্বাসের অভাব প্রকাশ করেছিলেন।

এনডিটিভির মতে, আগরওয়াল; যিনি টুইটারের পূর্ববর্তী সিটিও হিসেবে দায়িত্ব পালন করেছিলেন,গত বছরের নভেম্বরে সিইও নিযুক্ত হন।

২০২১ সালের জন্য তার মোট ক্ষতিপূরণ ছিল ৩০ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলার। যার বেশিরভাগই স্টক পুরষ্কারের মাধ্যমে এসেছিল।

—ইউএনবি