November 24, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, May 3rd, 2021, 3:32 pm

ভারতকে আর্থিক অনুদান দিল ক্রিকেট অস্ট্রেলিয়া

ভারতের করোনা পরিস্থিতি অনেকটাই বেসামাল। দেশটিতে দেখা দিয়েছে তীব্র অক্সিজেন সঙ্কট। এমন কঠিন পরিস্থিতিতে অনেকেই ভারতের পাশে দাঁড়িয়েছে। আর্থিক সহায়তা করছেন আইপিএলে অংশ নেওয়া অনেক ক্রিকেটার এবং দল। তারই ধারাবাহিকতায় এবার তাদের পাশে দাঁড়ালো ক্রিকেট অস্ট্রেলিয়া।

সহায়তা হিসেবে ভারতকে ৫০ হাজার ডলার দেয়ার ঘোষণা দিয়েছে তারা। অক্সিজেন সঙ্কট নিরসনে ব্যয় করা হবে এই অর্থ। নিশ্চিত করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলে।

তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যে উষ্ণ সম্পর্ক বিদ্যমান। এর মধ্যে ক্রিকেট অন্যতম গুরুত্বপূর্ণ। কলকাতার হয়ে খেলা প্যাট কামিন্স এবং ব্রেট লি যেভাবে ভারতকে সাহায্য করতে এগিয়ে এসেছেন তা দেখে আমরা মুগ্ধ। তাই এবার আমরাও এগিয়ে এলাম। সাহায্যে এগিয়ে আসতে পেরে গর্বিত।’

বিদেশি ক্রিকেটাররা ছাড়াও অনেক ফ্র্যাঞ্চাইজি তহবিল গঠন করে আর্থিক অনুদান প্রদান করছেন। এর আগে রাজস্থান রয়্যালস করোনায় আক্রান্ত ব্যক্তিদের পাশে থাকতে ৭.৫ কোটি রুপি অনুদান দিয়েছেন। এ ছাড়া ভারতের ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারও আর্থিক অনুদান দিয়েছেন।