November 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 3rd, 2022, 7:47 pm

রাশিয়া চুক্তিতে ফেরায় ইউক্রেনের বন্দর ছাড়লো খাদ্য বোঝাই জাহাজ

অনলাইন ডেস্ক :

কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনীয় বন্দর থেকে খাদ্যশস্য রপ্তানির চুক্তিতে রাশিয়া ফেরার একদিন পর ৬টি শস্য জাহাজ ইউক্রেনের বন্দর ছেড়ে গেছে। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলসি আকারের বরাতে এ খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি। জাতিসংঘের মধ্যস্থতায় কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনীয় বন্দর থেকে খাদ্যশস্য রপ্তানির চুক্তিতে পুনরায় অংশগ্রহণের কথা জানায় রাশিয়া। গত বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানায়। কৃষ্ণ সাগরে রুশ নৌবহরে ইউক্রেনের হামলার অভিযোগে চলতি সপ্তাহে চুক্তিতে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছিল মস্কো। এর মধ্যেই ইউক্রেনের বন্দর থেকে ছয়টি শস্য বোঝাই জাহাজ ছেড়ে গেছে। এ প্রসঙ্গে ইউক্রেনের অবকাঠামো মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজের সংখ্যা ছিল সাতটি। ২ লাখ ৯০ হাজার টন খাদ্য শস্য বোঝাই জাহাজ ইউরোপীয় এবং এশিয়ার দেশগুলোর উদ্দেশে রওনা হয়েছে। রুশ নৌবহরে হামলার পর মস্কো শস্য রপ্তানির চুক্তি থেকে নিজেদের অংশগ্রহণ প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল। তারা বলেছিল, কৃষ্ণ সাগর দিয়ে বেসামরিক নৌযানের নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই। কারণ সেখানে নৌবহরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত বুধবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এ মুহূর্তে নিরাপত্তার যে নিশ্চয়তা পাওয়া গেছে যা রাশিয়ান ফেডারেশনের কাছে যথার্থ মনে হচ্ছে এবং চুক্তি বাস্তবায়ন পুনরায় শুরু হচ্ছে।