অনলাইন ডেস্ক :
কাতার বিশ্বকাপের জন্য দেশ ছাড়ার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিটা দারুণ হলো কোস্টা রিকার। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নাইজেরিয়াকে হারাল দলটি। ন্যাশনাল স্টেডিয়ামে বুধবার অস্কার দুরাতে ও কেন্দাল ওয়াস্তনের গোলে ২-০ ব্যবধানে জিতেছে কোস্টা রিকা। আরও কয়েকটি ভালো সুযোগ কাজে লাগাতে পারলে ব্যবধান বাড়তে পারত। বিশ্বকাপের উদ্দেশে দেশ ছাড়ার আগের ম্যাচে দলকে সমর্থন দিতে কোস্টা রিকানরা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশের তৈরি করেন। কোস্টা রিকা শক্তিশালী দল নামালেও নাইজেরিয়া স্কোয়াড সাজিয়েছিল তাদের বিদেশি লিগে খেলা খেলোয়াড়দের ছাড়াই। অধিকাংশই ছিলেন অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়। বিশ্বকাপে ‘ই’ গ্রুপে আছে কোস্টা রিকা। এই গ্রুপের অন্য তিন দল স্পেন, জার্মানি ও জাপান। আগামী ২৩ নভেম্বর স্পেনের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে কোস্টা রিকার।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা