অনলাইন ডেস্ক :
চলে গেলেন দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুর বাবা এবং তেলেগু সিনেমার বরেণ্য অভিনেতা, নির্মাতা ও প্রযোজক কৃষ্ণা। মঙ্গলবার (১৫ নভেম্বর) ভোর ৪টা নাগাদ প্রয়াত হন কিংবদন্তী এই তারকা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। এর আগে গত রোববার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে অচেতন অবস্থায় হায়দরাবাদের কনটিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। হাসপাতালে নেওয়ার পর কৃষ্ণার ২০ মিনিট সিপিআর করানো হয়। তারপর তাকে আইসিইউ-তে নিয়ে ভেন্টিলেটর সাপোর্টেও রাখা হয়। কিন্তু শেষ রক্ষা আর হলো না তার। প্রিয়জনদের রেখে পাড়ি দিলেন পরলোকে। তাইতো শোকের ছায়ায় জর্জরিত এখন তার পুরো পরিবার। তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম বিখ্যাত অভিনেতা ছিলেন কৃষ্ণা। ৫০ বছরের অভিনয় ক্যারিয়ারে সাড়ে তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। ভারতীয় চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার জন্য ২০০৯ সালে তাকে পদ্মভূষণ সম্মাননা প্রদান করা হয়। তবে শুধু অভিনয় নয় রাজনীতিতেও সক্রিয় ছিলেন মহেশবাবুর বাবা। ১৯৮০ সালে কংগ্রেসে যোগ দিয়েছিলেন তিনি, পরে সাংসদও হন। কিন্তু রাজীব গান্ধী মৃত্যুর পর রাজনীতি থেকে বিদায় নেন তিনি। সূত্র: এনডিটিভি
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ