নিজস্ব প্রতিবেদক :
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বল হাতে রীতিমতো রাজত্ব করছেন মুস্তাফিজুর রহমান। তার বল অজিরা বুঝতেই পারছে না। মুস্তাফিজের চার ওভার কোনোমতে কাটাতে পারলেই যেন বেঁচে যান অজি ব্যাটসম্যানরা। সর্বশেষ দুই ম্যাচেই তিনি ৪ ওভারে ৯ রান করে দিয়েছেন। দলের আরেক বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। এই তরুণের বোলিংয়ের সঙ্গে মুস্তাফিজের বেশ মিল আছে। এই সিরিজে ভালো বোলিং করছেন। কিন্তু তরুণ শরীফুলের লক্ষ্যই এখন মুস্তাফিজের কাছ থেকে তার প্রধান মারণাস্ত্র ‘কাটার’ শেখা। বিসিবির ভিডিও বার্তায় শরীফুল বলেন, ‘মুস্তাফিজ ভাইয়ের কাছে আমি শেখার চেষ্টা করছি যে উনি কিভাবে কাটার মারেন। চেষ্টা করছি অনুশীলনে। কিন্তু ম্যাচে এখনও চেষ্টা করিনি ওঁর মতো করে। ওঁর কাটারটা একদমই ভিন্ন ধরনের। আমি চেষ্টা করছি। উনি সবসময় বলেন যে, মিরপুরে ডানহাতি ব্যাটসম্যানদের জন্য কাটার খুবই বিপদজনক। কারণ হালকা থেমে আসে, একটু টার্ন করে স্পিনারদের মতো। উনি এটাও বলেছেন যে কাটারটা বেশি বেশি ব্যবহার করতে।’ মুস্তাফিজের সঙ্গ এবং তার পরামর্শ খুব উপভোগ করছেন বলে জানালেন শরীফুল, ‘বঙ্গবন্ধু টি-টোয়েন্টি খেলেছি মুস্তাফিজ ভাইয়ের সঙ্গে, এরপর ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছি। এখন জাতীয় দলে খেলছি। ওনার সঙ্গে বোলিং করার মজাই আলাদা। উনি সবসময় ইতিবাচক কথা বলেন। ব্যাটসম্যানকে খুব দ্রুত পড়তে পারেন। আমি যখন বোলিংয়ে আসি, তার আগেই আমাকে বলে দেন কোনটা করা উচিত, কোনটা ভালো, এসব। উনি অনেক বড় ক্রিকেটার, তার পরামর্শগুলো নিলে কাজ খুব সহজ হয়। আমার খুব ভালো লাগে ওঁর সঙ্গে বোলিং করতে।’
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা