অনলাইন ডেস্ক :
হাইতির রাজধানীর কাছে একটি শহরে একটি গ্যাং হামলায় ১২ জন নিহত হয়েছেন। সেখানে তারা বহু বাড়িঘরও পুড়িয়ে দিয়েছে। এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানায় নিউ এইজ। শহরের মেয়র জোসেফ জিয়ানসন গুইলাউমি জানান, কয়েকদিন আগে রাজধানী পোর্ট-অ-প্রিন্সের উত্তরে কাবরাত শহর থেকে পুলিশ ও বাসিন্দারা গ্যাং সদস্যদের বিতাড়িত করে। তবে তারা ফিরে এসে গত মঙ্গলবার রাতে এই ভয়াবহ হামলা চালায়। মেয়র বলেন, ‘বৃহস্পতিবার (১লা ডিসেম্বর) আমরা আগুনে পুড়ে যাওয়া কয়েকটি লাশ উদ্ধার করেছি।’ অত্যন্ত শক্তিশালী ও সশস্ত্র এই অপরাধী চক্র কয়েক মাস ধরে হাইতিয়ান শহর কাবরাত নিয়ন্ত্রণ করছে। মেয়র জানান, একটি প্রধান সড়কের পাশে কবরাত শহরের অবস্থানের কারণে বিভিন্ন হামলার কারণে দেশের যানবাহন চলাচল ও ব্যবসা বাণিজ্য ব্যাহত হয়েছে। হাইতিতে বছরের পর বছর ধরে চলা সঙ্কট দেশটির অর্থনীতি, রাজনীতি ও জননিরাপত্তা ব্যবস্থাকে বিপর্যস্ত করেছে। ২০২১ সালের জুলাই মাসে প্রেসিডেন্ট জোভেনাল ময়েসকে হত্যা করা হয়েছিল। এরপর দেশটির সংকট আরও তীব্র হয়ে যায়। অনেক জায়গায় অপরাধী গ্যাং ছড়িয়ে পড়ে এবং হাইতির অনেক এলাকা নিয়ন্ত্রণ করা শুরু করে।
আরও পড়ুন
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু