April 30, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 12th, 2021, 7:53 pm

‘কেজিএফ-টু’ মুক্তি নিয়ে নির্মাতাদের নয়া পরিকল্পনা!

অনলাইন ডেস্ক :

চলতি বছরের বহুল আলোচিত সিনেমা ‘কেজিএফ- চ্যাপটার টু’ বা ‘কেজিএফ- টু’। সিনেমাটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সিনেমাপ্রেমীরা। গত জুলাইয়ে এটি মুক্তির কথা থাকলেও করোনা মহামারির কারণে তা সম্ভব হয়নি। এদিকে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ‘কেজিএফ- চ্যাপটার টু’ নিয়ে নয়া পরিকল্পনা করছেন নির্মাতারা। হিন্দির আগে শুধু ভারতের দক্ষিণী অঞ্চলে সিনেমাটি মুক্তি দিতে চাইছেন তারা। এ প্রসঙ্গে একটি সূত্র বলেন, ‘কেজিএফ- চ্যাপটার টু সিনেমাটি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তির দিয়ে ভক্তদের নিরাশ করতে চান না অভিনেতা যশ। যদি প্রেক্ষাগৃহ চালু হয় তাহলে প্রথমে তারা কন্নড়, তেলেগু, তামিল ভাষায় সিনেমাটি মুক্তি দেবেন। পরবর্তী সময়ে দর্শক পুরোপুরি প্রেক্ষাগৃহে যাওয়া শুরু করলে হিন্দিতে মুক্তি দেওয়া হবে।’ যদিও এ বিষয়ে এখনো আন্ষ্ঠুানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘কেজিএফ-চ্যাপটার ওয়ান’ সিনেমার সিক্যুয়েল ‘কেজিএফ-টু’। ১০০ কোটি রুপি বাজেটের এই সিনেমা পরিচালনা করেছেন প্রশান্ত নীল। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেনÑ যশ, সঞ্জয় দত্ত, অচ্যুত কুমার, নাসের, অনন্ত নাগ, রাভিনা ট্যান্ডন প্রমুখ। সিনেমাটি মুক্তির নতুন তারিখ এখনো ঘোষণা হয়নি।