November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 13th, 2022, 8:12 pm

রাশিয়াকে এপিইসি বৈঠকে আমন্ত্রণ জানাবে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক :

আগামী বছরের এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপিইসি) ব্লকের বৈঠকে রাশিয়াকে যোগদানের আমন্ত্রণ জানাবে যুক্তরাষ্ট্র। গত সোমবার বাইডেন প্রশাসনের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। খবর সিএনবিসি ও আল-জাজিরার। সিঙ্গাপুরে এক মিডিয়া ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে কথা বলেন বাইডেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ম্যাট মারে। তিনি বলেন, ২১ জাতির এই জোটের বৈঠকে ওয়াশিংটনের তরফে মস্কোকে আমন্ত্রণ জানানো হবে। খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে আগামী বছর এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন ব্লকের বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে গত মে মাসে থাইল্যান্ডে এপিইসি-র এক বৈঠকে রাশিয়ার অর্থমন্ত্রী মাকসিম রেশেতনিকভের ভাষণের সময় ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রতিবাদে বৈঠক থেকে বেরিয়ে যান যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের প্রতিনিধিরা। এদিকে ইউক্রেন যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে সতর্ক করেছেন ন্যাটোর প্রধান জেনস স্টলটেনবার্গ। এই সংঘাত রাশিয়া ও ন্যাটোর মধ্যকার লড়াইয়ে রূপ নিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। নরওয়ের সম্প্রচারমাধ্যম এনআরকে তিনি বলেন, এটি একটি ভয়াবহ যুদ্ধ। ন্যাটো ও রাশিয়ার সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়ার মতো ঘটনা এড়াতে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।