নিজস্ব প্রতিবেদক, রংপুর :
অবিলম্বে ভূমিহীনদের পুনর্বাসন- নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কমানো, আর্মি-পুলিশের রেটে রেশনের দাবিতে সোমবার সকাল ১১টায় রংপুরে ভূমিহীন ও গৃহহীন সংগঠনের মিছিল,সমাবেশ ও ডিসি বরাবর স্মারকলিপি পেশ ।
ভূমিহীনদের পুনর্বাসন,ভোজ্যতেল-চাল-ডাল-আটা- চিনিসহ নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দাম কমানো এবং শ্রমজীবী-গরীব মানুষের জন্য আর্মি রেটে রেশনের দাবিতে ভূমিহীন ও গৃহহীন সংগঠন,রংপুর এর উদ্যোগে বিক্ষোভ মিছিল, সমাবশ ও ডিসি বরাবর স্মারকলিপি পেশের কর্মসূচি পালিত হয়।রংপুর প্রেসক্লাব থেকে হাজার,হাজার ভূমিহীন মানুষের বিক্ষোভ মিছিল শুরু হয়ে ডিসি অফিস পৌঁছে সমাবেশ করে। সমাবেশে ভূমিহীন ও গৃহহীন সংগঠনের নেতা হাবলু মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন ভূমিহীন ও গৃহহীন সংগঠনের প্রধান সংগঠক বাসদ(মার্কসবাদী) রংপুর জেলার আহ্বায়ক আনোয়ার হোসেন বাবলু,সদস্যসচিব আহসানুল আরেফিন তিতু প্রমূখ। নেতৃবৃন্দ বলেন বাসস্থান মানুষের মৌলিক অধিকার এবং তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের।কিন্তু রাষ্ট্র সে দায়িত্ব পালন না করে উল্টো রেলের ধারে,খাসজমিতে যারা কোনরকম মাথা গোঁজার ঠাই করেছে তাদেরকে উচ্ছেদ করার হুমকি দিচ্ছে।হাইকোর্টের নির্দেশ অনুসারে পুনর্বাসন ছাড়া কোন বস্তি উচ্ছেদ করা যাবে না।এছাড়া কিছুদিন আগে সরকার ঘোষণা দিয়েছে কোন মানুষ গৃহহীন থাকবে না,প্রধানমন্ত্রী বলেছেন “কোথাও ভূমিহীনের খবর পেলে আমাদের জানাবেন,আমরা বাসস্থান ও কাজের ব্যবস্থা করবো”।অথচ গত ৯ মাস থেকে হাজার হাজার ভূমিহীন ধারাবাহিকভাবে পুনর্বাসনের দাবিতে আন্দোলন করছে,কিন্তু সরকারের কোন উদ্যোগ চোখে পড়ে না।এই বছরের ডিসেম্বরের মধ্যে সকল ভূমিহীনের পুনর্বাসনের প্রধানমন্ত্রীর ঘোষণা ব্যর্থ হতে চলেছে বলে নেতৃবৃন্দ আশংকা প্রকাশ করেন।তারা আরও বলেন সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে শ্রমজীবী নিম্ন আয়ের মানুষ ভীষণ সংকটে পড়েছে।অবিলম্বে সকল খাদ্যপণ্যসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য কমাতে হবে এবং রেশনের ব্যবস্থা করতে হবে।ডিসেম্বরের মধ্যেই আবেদনকারী সকল ভূমিহীনের পুনর্বাসনের ব্যবস্থা করা না হলে আগামী ২৭ জানুয়ারি ২০২৩ জাতীয় সংসদ অভিযান কর্মসূচি পালনের ঘোষণা দেন ভূমিহীন নেতৃবৃন্দ।##
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি