April 30, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 28th, 2022, 8:51 pm

টিকিট কেটে মেট্রোরেলের প্রথম যাত্রী হলেন প্রধানমন্ত্রী

ছবি: পি আই ডি

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের ছয় মাসের মধ্যে দেশের যোগাযোগের ইতিহাসে আরেকটি মাইলফল মেট্রোরেলের উদ্বোধনের পর টিকিট কেটে প্রথম যাত্রী হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের টিকিট কিনে মেট্রো রেলের প্রথম যাত্রী হন।

প্রধানমন্ত্রী ও তার ছোট বোন শেখ রেহানাকে বহনকারী প্রথম মেট্রো ট্রেনটি আজ দুপুর ১টা ৫৩ মিনিটে উত্তর উত্তরা থেকে আগারগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে।

এসময় প্রায় ২০০জন বাছাইকৃত যাত্রী তার সঙ্গে প্রথম মেট্রোরেল ভ্রমণ করেন।

মুক্তিযোদ্ধা, সংসদের স্পিকার, মন্ত্রী, সরকারি কর্মকর্তা, কূটনীতিক, স্কুল ছাত্র এবং বিভিন্ন সংখ্যালঘু জাতির সদস্য ছিলেন ওই ২০০ জনের তালিকায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে রাজধানী ঢাকায় দেশের প্রথম এলিভেটেড ইলেক্ট্রিসিটি চালিত মেট্রোরেল উদ্বোধনের ফলে বাংলাদেশ এক নতুন যুগে প্রবেশ করেছে।

তিনি উত্তর উত্তরা স্টেশনে ট্রেনের পরিষেবার পতাকা উড়িয়ে দেন। সেখানে তিনি সবুজ পতাকার ওপরও লিখেছিলেন যেগুলো ট্রেনটিকে ছেড়ে দেয়ার জন্য ব্যবহৃত হয়েছিল।

এর আগে দুপুর ১টা ৩৫ মিনিটে ছোট বোন রেহানাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী উত্তর উত্তরা স্টেশনে টিকিট সংগ্রহ করেন।

পরে স্টেশনে প্রবেশের সময় দু’জনেই টিকিট কেটে ট্রেনে উঠে যান।

উত্তরা উত্তরা স্টেশনে পৌঁছে সেখানে একটি চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। সেখানে তার বোন রেহানাও উপস্থিত ছিলেন।

নারীর ক্ষমতায়নের অংশ হিসেবে মরিয়ম আফিজা প্রথম নারী হিসেবে মেট্রো ট্রেন চালান।

প্রাথমিকভাবে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উত্তরা থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত কোনো স্টপেজ ছাড়াই চলবে মেট্রো ট্রেন।

রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) মেট্রো রেল স্টেশন থেকে যাত্রী পরিবহনের জন্য ৩০টি ডাবল ডেকার বাস পরিচালনা করবে।

এর মধ্যে ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ ও গুলিস্তান হয়ে আগারগাঁও-মতিঝিল রুটে ২০টি বাস চলাচল করবে এবং ১০টি বাস উত্তরার হাউস বিল্ডিং থেকে উত্তরার দিয়াবাড়ি হয়ে আবদুল্লাহপুর হয়ে উত্তরার উত্তর স্টেশন পর্যন্ত চলবে।

সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রোরেল প্রকল্প বাস্তবায়ন করছে।

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) মেট্রোরেল নির্মাণ এবং প্রকল্পের জন্য ঋণ দিয়েছে।

২০১৬ সালে এমআরটি লাইন-৬ এর নির্মাণ কাজ শুরু হয়।

—-ইউএনবি