November 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 29th, 2022, 3:33 pm

ফাঁসির দন্ডপ্রাপ্ত ভাড়াটে খুনি গ্রেফতার

জেলা প্রতিনিধি, পটুয়াখালী (বাউফল) :

পটুয়াখালীর বাউফলে একজন ফাঁসির দন্ডপ্রাপ্ত ও ১০ বছরের সশ্রম দন্ডপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাবের যৌথ টিম। বুধবার দুপুরে তাদেরকে পটুয়াখালী আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাউফল থানা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ভুরুঙ্গামারী থানার একটি হত্যা মামলায় (মামলা নম্বর ১০, তাং ১৫/১/১৪) ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি কুড়িগ্রামের জেলা ও দায়রা জজ আদালত পলাশ গাজীকে (৩৫) কে মৃত্যুদন্ডদেন। দীর্ঘদিন থেকে সে পলাতক ছিলো। বাউফল থানা পুলিশ ও র‌্যাব-৩ এর একটি দল গত সোমবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে নারায়নগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পলাশ গাজীর বিরুদ্ধে তিনটি হত্যা মামলাসহ দেশের বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে। তিনি বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের নিমদী গ্রামের বাসিন্দা মো. চান্দু গাজীর ছেলে। অপর দিকে আবুল বাশার (৪০) কে ২০১৪ সালের একটি ডাকাতি মামলায় (মতলব দক্ষিণ থানার মামলা নম্বর ৬৮) ২০২২ সালের ২২ সেপ্টেম্বর চাঁদপুরের অতিরিক্ত দায়রা জজ আদালত ১০ বছর ৬ মাসের সশ্রম কারাদন্ডও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। তাঁকে গতকাল মঙ্গলবার দুপুরে বাউফল থানা পুলিশ র‌্যাব-৩ এর সহায়তায় যাত্রাবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার সূর্য্যমনি ইউনিয়নের সূর্য্যমনি গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম আবদুল বারেক মীর। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুনজানানপলাশ ভাড়াটে খুনি, তাঁর বিরুদ্ধে তিনটি হত্যা মামলাসহ বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছ, আর আবুল বাশার চিহ্নিত ডাকাত ও ছিনতাইকারী দলের সদস্য।’