নিজস্ব প্রতিবেদক, রংপুর :
রংপুরে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে পালিত হয়েছে। সোমবার (২রা জানুয়ারী) সকালে একটি বর্ণাঢ্য শোভযাত্রা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে পাবলিক লাইব্রেরী মাঠে বেলুন উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ ইব্রাহিম খান। এরপর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক আব্দুল মোত্তালেব সরকার, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মধুসুদন রায়, সিটি কর্পোরেশনের সচিব উম্মে ফাতিমা। স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল মতিন।
আলোচনা শেষে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করা ১৫ কর্মকর্তা-কর্মচারীকে পুরস্কৃত করা হয়। এরপর সরকারী শিশু পরিবারের শিক্ষার্থীরে অংশগ্রহণে মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সরকার বয়স্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ নানা ভাতা কার্যক্রম চালুর মাধ্যমে সমাজের অনাগ্রসর নাগরিকদের মূলস্্েরাত ধারায় এগিয়ে নিতে কাজ করছে। এছাড়া নানা প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে তরুণ-তরুণীদের স্বাবলম্বী করে তোলা হচ্ছে। এ অধিদপ্তরের মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর মাধ্যমে এসডিজি অর্জনে এগিয়ে যাচ্ছে সরকার।##
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি