জেলা প্রতিনিধি, ময়মনসিংহ (হালুয়াঘাট) :
ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা প্রেসক্লাবে কর্মরত স্থানীয় সংবাদকর্মীদের ওপর হামলা ও ভাংচুর চালিয়েছে একদল সন্ত্রাসী।
আজ সোমবার দুপুরে শাহ আলম ও ভাড়াটে সন্ত্রাসী মতিউর রহমানের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল প্রেসক্লাব কার্যালয়ে এসে উপস্থিত সাংবাদিকদের উপর অতর্কিত হামলা চালায়।
এ সময় উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির ময়মনসিংহ জেলা প্রতিনিধি ওমর ফারুক সুমনসহ বেশ কয়েকজন সাংবাদিক গুরুতর আহত হয়। পরে সাংবাদিক ওমর ফারুক সুমনকে হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করানো হয়।
এ ঘটনায় হালুয়াঘাট থানায় শাহ আলম ও মতিসহ অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে উপজেলা প্রেসক্লাবের পক্ষে লিখিত অভিযোগ দায়ের করেন সাধারন সম্পাদক ওমর ফারুক সুমন।
এ ঘটনায় সাংবাদিক ওমর ফারুক সুমন বলেন, গত ২ ডিসেম্বর হালুয়াঘাট প্রেসক্লাব থেকে অনিয়ম আর স্বেচ্ছাচারিতার অভিযোগে একযোগে ১৪ জন সাংবাদিকের বৃহৎ একটি অংশ পদত্যাগ করেন। একইসাথে ৪ ডিসেম্বর হালুয়াঘাট উপজেলা প্রেসক্লাব নামে আরেকটি সংগঠনের আতœপ্রকাশ ঘটে। এর পর থেকেই প্রতিপক্ষ কতিপয় নামধারী সাংবাদিকগণ বিভিন্ন সময়ে অপতৎপরতা চালিয়ে আসছে।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি বাবুল হোসেন বলেন, সাংবাদিকগণ স্বাধীন। স্বাধীনভাবে সংবাদ প্রকাশ তাদের নৈতিক অধিকার। এখানে যদি বহিরাগত লোকজন বা কতিপয় হলুদ সাংবাদিকগণ ষড়যন্ত্র করে সাংবাদিকদের পথ রুদ্ধ করতে চায় সেটা কখনো মেনে নেয়া হবেনা। যে কোনো দুর্যোগ মোকাবেলা করার ক্ষমতা সাংবাদিকরা রাখে। আগামী দিনে যদি পুনরায় এ ধরনের জগন্য কর্মকান্ড কেউ ঘটায় তাহলে সারাদেশের সংবাদকর্মীরা বসে থাকবেনা। জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবী জানান তিনি।
হামলায় লাঞ্চিত হন দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি মাজহারুল ইসলাম মিশু, নিউ নেশন প্রতিনিধি সাইদুর রহমান রাজু, ইত্তেফাক প্রতিনিধি আব্দুর রাজ্জাক, আলোকিত সকাল প্রতিনিধি আনসারুল হক রাসেল, বাংলাদেশের খবর প্রতিনিধি রফিকুল্লাহ চৌধুরী মানিক, কালবেলা প্রতিনিধি জুলফিকার আলী জুলমত, ভোরের ডাক প্রতিনিধি উমর ফারুক আকাশসহ আরও অনেকেই।
এ ঘটনায় হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুজ্জামান খান বলেন, আমরা অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি