অনলাইন ডেস্ক :
গত বুধবার দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ৭৯ রানে হারিয়ে নিউজিল্যান্ড শুধু ১-১ সমতাই ফেরায়নি। উঠে গেছে ওয়ানডে সুপার লিগ টেবিলের শীর্ষেও! দ্বিতীয় ম্যাচ জিতে সুপার লিগ টেবিলে কিউইদের পয়েন্ট দাঁড়িয়েছে ১৪০। তাতে পাকিস্তানের পাশাপাশি ভারতকেও তারা পেছনে ফেলতে পেরেছে। পাকিস্তানের পয়েন্ট ১৩০, ভারতের ১৩৯। দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাট করে ২৬১ রান করেছিল নিউজিল্যান্ড। জবাবে রান তাড়া করতে নেমে ৪৩ ওভারে স্বাগতিক পাকিস্তান ১৮২ রানেই গুটিয়ে গেছে। কিউইদের হয়ে সেঞ্চুরি পেয়েছেন ডেভন কনওয়ে। ৮৫ রানের ইনিংস উপহার দেন কেন উইলিয়ামসও। মোহাম্মদ নওয়াজ ৩৮ রানে ৪ উইকেট নিয়েছে। ৫৮ রানে তিনটি নেন নাসিম শাহ। তার পর বাবর আজম ৭৯ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেও দলকে উদ্ধার করতে পারেননি। কিউইদের হয়ে ৩৩ রানে ও ৩৮ রানে দুটি করে উইকেট নিয়েছেন যথাক্রমে টিম সাউদি ও ইশ সোধি। আগামীকাল শুক্রবার হবে সিরিজের শেষ ম্যাচ। ওই ম্যাচ বিজয়ী সিরিজ নিশ্চিত করার সঙ্গে সঙ্গে সুপার লিগ টেবিলেও প্রভাব ফেলবে। পাকিস্তান জিতলে ভারতকে পেছনে ফেলে দুইয়ে অবস্থান করবে। আর নিউজিল্যান্ড জিতলে নিজেদের শীর্ষস্থানকে করবে আরও সুসংহত। পাকিস্তান দ্বিতীয় ওয়ানডে হেরে যাওয়ায় এর প্রভাব পড়েছে তাদের ওয়ানডের র্যাঙ্কিংয়ে। ভারতের চেয়ে একধাপ নিচে নেমে পাঁচে চলে গেছে তারা। পাকিস্তনের রেটিং ১০৮। আর চারে থাকা ভারতের রেটিং ১০৯। নিউজিল্যান্ড অবশ্য ১১৫ রেটিং নিয়ে শীর্ষস্থান ঠিকই দখলে রেখেছে।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা