চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বসতঘরে আগুন লেগে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাত ২টার দিকে উত্তর রাঙ্গুনিয়া থানার উত্তর পারুয়া ইউনিয়নের মহাজন পাড়ায় আবদুল মালেকের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।
নিহতরা হলেন—কাঙাল বসাক (৭০), ললিতা বসাক (৬০), লাকী বসাক (৩২), সৌরভ বসাক (১২) ও স্বরস্বতী বসাক (৪)।
এ ঘটনায় আহত ব্যক্তির নাম খোকন বসাক (৪২)। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন উত্তর রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবু বক্কর।
তিনি জানান, গভীর রাতে আগুন লেগে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের লাশ সকালে থানায় আনা হয়েছে। এছাড়া আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল হামিদ মিঞা বলেন, রাত ২টার দিকে বসতঘরটিতে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্য হয়। তারা সবাই ঘুমাচ্ছিলেন। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ইলিয়াস জানান, রাতে হঠাৎ আগুন লাগার সংবাদ পেয়ে আমাদের পুলিশ ঘটনাস্থলে যায়। ওই সময় আগুনে পোড়া ছয়জনকে উদ্ধার করা হয়।
এর মধ্যে পাঁচ জন মৃত। অন্য একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
—ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি