November 24, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, January 26th, 2023, 7:26 pm

বাংলাদেশে সাকার মাছ নিষিদ্ধ করেছে সরকার

ফাইল ছবি

বাংলাদেশ সরকার সাকারমাউথ ক্যাটফিশ আমদানি, চাষ, পরিবহন, বিক্রি, সরবরাহ বা সংরক্ষণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। স্থানীয়ভাবে এটি সাকার মাছ হিসেবে পরিচিত।

এক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মৃণাল কান্তি দে স্বাক্ষরিত এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়।

যেখানে বলা হয়, ‘প্রটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিশ অ্যাক্ট-১৯৫০’ এর প্রেক্ষিতে দুই জাতের মাছ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এতে আরও বলা হয়, কোনো ব্যক্তি সাকারমাউথ ক্যাটফিশ ও ক্লারিয়াস গ্যারিপিনাস মাছের কোনো প্রজাতির আমদানি, চাষ, পরিবহন, বিক্রয়, গ্রহণ, বাজারজাত, মজুদ, প্রকাশ বা অধিকার করতে পারবে না।

—ইউএনবি