November 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, January 26th, 2023, 7:47 pm

কালোবাজারের টিকিটে ‘পাঠান’ দেখলেন নিরব

অনলাইন ডেস্ক :

বাংলাদেশি অভিনেতা নিরব। ভারতে গিয়ে দেখলেন শাহরুখের পাঠান। শাহরুখ খানের নতুন এই ছবিটি দেখে ভীষণ মুগ্ধ বাংলাদেশি এ তারকা। বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) এমনটাই জানালেন নিরব। কলকাতার কোয়েস্ট মলে সিনেমাটি দেখেছেন নিরব। সেখানে ভোর সাড়ে ৬টা থেকে শুরু হয়ে শো চলছে মধ্যরাত পর্যন্ত। নিরব জানান, প্রথম দিন মাল্টিপ্লেক্সটিতে ৩৪টি শো প্রদর্শিত হয়। গত বুধবার সারা দিন অভিযান চালিয়ে রাত সাড়ে ১১টার একটি শো-এর টিকিট ম্যানেজ করেন নিরব। তাতেই মহা খুশি বাংলাদেশের এই নায়ক। নিরব বললেন, ‘খুবই দারুণ একটি ছবি। বলব ফাটাফাটি। কিন্তু টিকিট পেতেই ঝামেলা হয়েছিল। এমনিতে টিকিট পাইনি। কালোবাজারে ২৫ শ টাকা করে টিকিট পাই, সেটাও রাত সাড়ে ১১টার শো।’ এদিকে নিরব অভিনীত ক্যাসিনো সিনেমাটি বাংলাদেশে মুক্তির অপেক্ষায় রয়েছে। এই সিনেমায় নিরবকে নতুন লুকে দেখা যাবে। বাংলাদেশে ‘পাঠান’-এর মুক্তির ব্যাপারে দেশে হিন্দি ছবির আমদানি নিয়ে নতুন করে শোরগোল শুরু হয়েছে চলচ্চিত্রপাড়ায়। দেশে আজ শুক্রবার পাওয়ার সম্ভাবনা তৈরি করেছিল শাহরুখ খান অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘পাঠান’। গত বুধবার ভারত ও ভারতের বাইরে বিভিন্ন দেশে একযোগে মুক্তি পেয়েছে ছবিটি। সাফটা চুক্তির আওতায় ছবিটি মুক্তির উদ্যোগ নেওয়া হয়েছিল দেশে। এই উদ্যোগে আজ শুক্রবার ছবিটি মুক্তি পেতে পারত। তবে ২৭ জানুয়ারি মুক্তি না পেলেও কিছুদিন পর ছবিটি মুক্তির সম্ভাবনা রয়েছে। চলচ্চিত্র পরিচালক সমিতির পর এবার শিল্পী সমিতিও হিন্দি ছবি আমদানিতে সম্মত। সাফটা চুক্তির আওতায় কলকাতার ছবি আমদানি হলেও কেন বলিউডের ছবি আমদানিতে বাধা? এমন প্রশ্ন দেশীয় চলচ্চিত্রপাড়ায়। এদিকে হল মালিকরা বলছেন, দেশের ছবি চাহিদা পূরণ করতে না পারায় তারা বলিউড ছবি চান। সম্প্রতি প্রদর্শক সমিতির সঙ্গে একমত পোষণ করেন পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎও!