November 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, February 24th, 2023, 8:40 pm

বাইডেনের ইউক্রেন সফর অসাধারণ কিছু না: পুতিন

অনলাইন ডেস্ক :

বাইডেনের ইউক্রেন সফরের একদিন পরেই জাতির উদ্দেশ্য দেয়া এক ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাইডেনের ইউক্রেন সফর সম্পর্কে বলেন, বাইডেনের ইউক্রেন সফর এমন অসাধারণ কিছুই ছিল না। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনে রাশিয়ান আক্রমণের প্রথম বার্ষিকীর আগেই মঙ্গলবার দুপুরে দেশটির ফেডারেল অ্যাসেম্বলিতে দেয়া এক ভাষণে একথা বলেন তিনি। পুতিন বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ‘সীমাহীন শক্তি’ চায়। তবে পশ্চিমাদের অর্থনৈতিক নিষেধাজ্ঞা রাশিয়াকে পঙ্গু করতে পারেনি। ভ্লাদিমির পুতিন ‘স্টেট অফ দ্য নেশন অ্যাড্রেসে’ ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের কথা তুলে ধরে পশ্চিমাদেরকে যুদ্ধে উস্কানি দেওয়ার জন্য দায়ী করেন। পুতিন এ সময় রাশিয়ার সৈন্যদের প্রশংসা করেন এবং তাদের ও তাদের পরিবারকে আরও সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন। রাশিয়া যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে তবে বসন্তে নতুন করে আক্রমণ শুরু কথাও জানান তিনি। পুতিন এমন সময় এই ভাষণটি দিলেন যখন কিছুক্ষণ আগেই আমেরিকার রাষ্ট্রপতি ইউক্রেনের জন্য আরও ৫০ কোটি ডলারের সামরিক সাহায্যর ঘোষণা দেন এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও কঠোর করার কথা জানান।