November 24, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 28th, 2023, 7:45 pm

জাতীয় উন্নয়ন অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ছবি: পি আই ডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের অব্যাহত মঙ্গল ও দেশের আরও উন্নয়নের জন্য আগামী সাধারণ নির্বাচনে তার আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক ‘নৌকায়’ ভোট দেয়ার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।

এক নাগরিক সমাবেশে তিনি বলেন, ‘পরের বারও নৌকা প্রতীকে সরকার গঠন করলে আপনারা উন্নতি করবেন এবং দেশ উন্নয়নের সাক্ষী হবে।

মিঠামইন হেলিপ্যাড মাঠে মিঠামইন উপজেলা আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, বিএনপি বা বিএনপি-জামায়াত জোট যখনই ক্ষমতায় এসেছে, জনদুর্ভোগ বেড়েছে।

অন্যদিকে আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশে ফসল, মাছ, সবজির উৎপাদন বৃদ্ধি পায় বলে তিনি জানান।

তিনি বলেন, ‘মানুষ খাবার ও কাপড় পেয়ে খুশি। জনগণের ভাগ্যের পরিবর্তন হয়েছে।’

তিনি বলেন, আজকের বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, বিশ্ব অঙ্গনে মর্যাদা পেয়েছে। তিনি আরও বলেন, ‘বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং তা করবে।’

হাওরাঞ্চলের সার্বিক উন্নয়নে সরকার এখন বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলেও কর্মসূচি অব্যাহত থাকবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘ আমি আপনাদের অনুরোধ করতে চাই যে আগামী ২০২৩ সালের ডিসেম্বর বা ২০০৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনেও নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করে আপনাদের সেবা করার সুযোগ দিন। আপনার কাছে আমার আবেদন।’

এ সময় তিনি জনগণের কাছে হাত তুলে নৌকায় ভোট দেয়ার প্রতিশ্রুতি চান। জনতা উল্লাসের সঙ্গে সাড়া দেয়।

সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক এম এ আফজাল হোসেন প্রমুখ।

মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব।

—-ইউএনবি