November 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 21st, 2023, 8:30 pm

দেশ ছাড়লেন শাকিবের বিরুদ্ধে অভিযোগ করা সেই প্রযোজক

অনলাইন ডেস্ক :

শাকিব খানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করা ‘অপারেশ অগ্নিপথ’ সিনেমার প্রযোজক দাবি করা রহমত উল্লাহ দেশ ছেড়েছেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়া অবস্থান করছেন বলে নিজেই জানিয়েছেন। তবে তিনি পালিয়ে যাননি দাবি করে শাকিবের বিরুদ্ধে প্রমাণ নিয়ে দ্রুত দেশে ফিরবেন বলে জানিয়েছেন। রহমত উল্লাহ বলেন, ‘শাকিব খান বলেছে- আমি পালিয়ে এসেছি। এগুলো হাস্যকর। আমি অস্ট্রেলিয়ার নাগরিক। কাজ শেষ করে নিয়ম অনুযায়ী ঘরে ফিরেছি। কারো ভয়ে পালিয়ে আসিনি। আমি আবার দেশে ফিরব। অল্প কিছু দিনের মধ্যেই হয়তো সকল প্রমাণ নিয়ে দেখা হবে।’ ‘আমি দেশ ছেড়েছি নিশ্চিত হবার পর এখন শাকিব নাটক করছে’ উল্লেখ করে রহমত উল্লাহ বলেন, ‘শাকিব বিষয়টি সমঝোতার চেষ্টা করেছে কিন্তু সে যৌক্তিক কোনো সমাধানে আসে না। সে যেহেতু আমাকে ভুয়া-মিথ্যেবাদী বলছে তাই লড়াইটা এবার আইনিভাবে হবে।’ ‘আমি যেসব অভিযোগ এনেছি শাকিবের বিরুদ্ধে তার একটাও মিথ্যা না। আমি আমার আইনজীবীর সঙ্গে এখানে কথা বলছি। কীভাবে কি করা যায়, আইনজীবী সিদ্ধান্ত নিচ্ছেন। আমি কিছুদিনের মধ্যেই আইনিভাবে লড়তে বাংলাদেশে আসছি।’ বলেন এই প্রযোজক। এর আগে রহমত উল্লাহ শাকিব খানের বিরুদ্ধে অসদাচরণ, মিথ্যা আশ্বাস ও ধর্ষণের মতো গুরুতর অভিযোগ আনেন। গত ১৫ মার্চ লিখিতভাবে তিনি অভিযোগপত্র জমা দেন প্রযোজক-পরিবেশক, পরিচালক, শিল্পী সমিতি ও ক্যামেরাম্যান সমিতিতে। এরপর বিষয়টি সমঝোতার চেষ্টায় ১৬ মার্চ ঢাকার একটি রেস্তোরাঁয় বসেন শাকিব খান ও রহমত উল্লাহ। সেখানে আরও উপস্থিত ছিলেন প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু। কিন্তু সেখানে কোনো সমঝোতার হয়নি। এদিকে রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করতে গত শনিবার গভীর রাতে গুলশান থানায় যান শাকিব খান। মামলা করতে না পেরে সেখান থেকে পরামর্শ নিয়ে পরদিন রোববার বিকেলে যান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে। দুই জায়গাতেই তিনি এই প্রযোজকের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলে ধরেন। এ সময় এই প্রযোজক যেন দেশ ত্যাগ করতে না পারে, সে জন্য আইনের সহযোগিতা চান শাকিব খান।