November 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, May 8th, 2023, 8:00 pm

কালবেলা-কালপুরুষের স্রষ্টা সমরেশ মজুমদার মারা গেছেন

অনলাইন ডেস্ক :

চলে গেলেন কথাসাহিত্যিক সমরেশ মজুমদার। সোমবার সন্ধ্যায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয় বলে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম খবর দিয়েছে।

বাংলাদেশের প্রকাশকদের কাছেও জনপ্রিয় এই কথাসাহিত্যিকের মৃত্যুর খবর এসেছে।

বাতিঘরের কর্ণধার দীপঙ্কর দাশ জানান, “আমার সাথে উনার পরিবারের সদস্যদের কথা হয়েছে। তারা জানিয়েছেন, সন্ধ্যা পৌনে ৬টার দিকে মারা গেছেন।” শারীরিক অসুস্থতার কারণে সপ্তাহখানেক আগে সমরেশ মজুমদার হাসপাতালে ভর্তি হয়েছিলেন, খবর বিডি নিউজ ২৪ ডটকমের।

তার বয়স হয়েছিল ৮১ বছর।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে গত ২৫ এপ্রিল সমরেশ মজুমদারকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর শ্বাসযন্ত্রের সমস্যা বাড়তে থাকে। আগে থেকেই সমরেশের সিওপিডি সমস্যা ছিল। হাসপাতালে ‘ঘুমের মধ্যে শ্বাসকষ্টের সমস্যা’ (স্লিপ অ্যাপনিয়া) বাড়তে থাকে।

১৯৪২ সালে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার গয়েরকাটায় জন্ম উত্তরাধিকার, কালপুরুষ, কালবেলা, সাতকাহন, গর্ভধারিনীর একাধিক কালজয়ী উপন্যাসের লেখক সমরেশের।

প্রাথমিক শিক্ষা জলপাইগুড়ি জেলা স্কুলে। ষাটের দশকের গোড়ায় তিনি কলকাতায় যান। ভর্তি হন স্কটিশ চার্চ কলেজের বাংলা স্নাতক বিভাগে। এরপর স্নাতকোত্তর সম্পন্ন করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে।