November 24, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, May 17th, 2023, 4:20 pm

শ্রীমঙ্গলে ব্রেকিং দ্য সাইলেন্স এর প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার (শ্রীমঙ্গল):

মৌলভীবাজার এর শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন চা বাগানের চা শ্রমিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করা ব্রেকিং দ্য সাইলেন্স এর উদ্যোগে প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ মে) দুপুরে শহরের মৌলভীবাজার রোডস্থ গ্র্যান্ড তাজ রেস্টুরেন্ট এ প্রকল্প পরিচিতি সভায় প্রজেক্ট কো-অর্ডিনেটর পারভেজ কৈরীর সঞ্চালনায়, জনাব মোঃ জাহিদুল ইসলাম, (পরিচালক ব্রেকিং দ্য সাইলেন্স প্রধান কার্যালয়, ঢাকা ) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়, এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ নাহিদুল ইসলাম, ( উপ-পরিচালক ও রেজিস্টার অব ট্রেড ইউনিয়ন, বিভাগীয় শ্রম দপ্তর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার) আরো উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যান হাজি লিটন আহমেদ, ভাইস চেয়ারম্যান ( মহিলা ) মিতালী দত্ত, কমলগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান, রামভজন কৈরী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিত চৌধুরী, মোঃ আমিনুল ইসলাম, ওসি তদন্ত, শ্রীমঙ্গল থানা, পংকজ কন্দ সহ- সভাপতি, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন, পরেশ কালিন্দী, অর্থ সম্পাদক, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন, লেখক ও কলামিস্ট সৈয়দ আমিরুউজ্জান, সাংবাদিক ইসমাইল মাহমুদ, সঞ্জয় কুমার দে, সহ চা বাগানের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

প্রকল্প পরিচিতি সভায় স্বাগত বক্তব্য রাখেন মোঃ জাহিদুল ইসলাম প্রকল্প পরিচালক, ব্রেকিং দ্য সাইলেন্স। তিনি জানান, বাংলাদেশের শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধে এবং এ বিষয়ে নীরবতা ভাঙতে প্রতিশ্রুতিবদ্ধ একটি সংগঠন হিসেবে বিটিএস ১৯৯৪ সাল থেকে কাজ করে আসছে। এবং প্রকল্প কর্মপরিকল্পনা উপস্থাপনে তিনি বলেন, গনতন্ত্র, ন্যায়বিচার, আইনের শাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা, সততা, নিরপেক্ষতা এবং নারী- পুরুষের সমঅধিকার বাস্তবায়নে সংগঠনের কর্মপরিধি ভাগ এবং চা বাগান কেন্দ্রিক মাঠপর্যায়ে কৌশলগত অগ্রাধিকারে, শিশু সুরক্ষা ও শিশুবান্ধব সুশাসন ( Child Rights, Protection ) যুব উন্নয়ন ( Youth Development ) নারীর ক্ষমতায়ন ও জেন্ডার ন্যায়্যতা, জলবায়ু পরিবর্তন ও মানবিক পরিস্থিতিতে সাঁড়া প্রদান, স্বাস্থ্য এবং পানীয়জল ও পয়ঃ সিস্কাষন ব্যাবস্থা, নীতি প্রণয়ন, সংশোধন ও বাস্তবায়নে এ্যাডভোকেসি, এবং সংস্থার প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি নিয়ে পরিকল্পনা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তাদের বক্তব্য ব্রেকিং দ্য সাইলেন্স এর কর্মপরিকল্পনার প্রশংসা করে মাঠ পর্যায়ে এর বাস্তবায়ন কর্মপরিকল্পনার এলাকা বৃদ্ধি, চা বাগান কেন্দ্রিক শিশু ও নারীদের কর্ম পরিবেশের উন্নয়ন, নিরাপত্তা বিধান এবং কর্মমুখী শিক্ষার বাস্তবায়ন এবং স্বাস্থ্যগত সুরক্ষা নিয়ে মতামত তুলে ধরেন।