অনলাইন ডেস্ক :
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি এবং লেখক, সাংবাদিক ও কলামিস্ট শাহরিয়ার কবিরের মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে রাতেই মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেয় বনানী থানা পুলিশ। এই ঘটনার পরে জনপ্রিয় অভিনেত্রী সাফা কবিরের অনেক ভক্ত-অনুরাগীরা ভুল বুঝছেন। তারা মনে করেছেন এই ঘটনার শিকার অভিনেত্রী সাফা কবির। কারণ সাফা ‘কবির’ ও শাহরিয়ার ‘কবির’-এই নামের মিল রয়েছে। ফলে অনেকেই এই নিউজ সাফা কবিরকে ট্যাগ করছেন। এতে বিরক্ত হয়ে অভিনেত্রী সাফা কবির শুক্রবার (৯ জুন) বেলা তিনটার দিকে একটি স্ট্যাটাস দেন।
এতে তিনি লেখেন, হ্যালো এভ্রিওয়ান। সবাইকে ছুটির দিনের শুভেচ্ছা। একটি ভুল পোস্টে আমাকে অনেকেই ট্যাগ করছেন। নামের সাথে মিল থাকায় অনেকেই আমাকে নিয়ে দুশ্চিন্তা করছেন। না জেনে এভাবে প্যানিক ছড়ানোটা ঠিক না। এতে আমাকে বিড়ম্বনায় পড়তে হয়েছে, বিব্রত হতে হয়েছে। সাফা কবির আরও লেখেন, আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় সুস্থ আছি, ভালো আছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ সবার ভালো করুক, আমিন।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ