November 22, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, August 28th, 2021, 7:17 pm

ডেঙ্গু: একদিনে আরও ২৬৫ রোগী হাসপাতালে

প্রতিদিন বাড়ছে ডেঙ্গু প্রভাব। রাজধানীর খিলগাঁও মাটির মসজিদ এলাকা থেকে একই পরিবারের দুই সন্তান আয়শা ও মোহাম্মদ রাজধানীর হলিফ্যামেলি রেড ক্রিসেন্ট হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন।

নিজস্ব প্রতিবেদক :

গত ২৪ ঘণ্টায় ২৬৫ জন নতুন ডেঙ্গু রোগীকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এই তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত প্রায় ১ হাজার ১১১ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ৯৬৭ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং বাকিরা ঢাকার বাইরে আছেন।

প্রতিদিন বাড়ছে ডেঙ্গু প্রভাব। রাজধানীর হলিফ্যামেলি রেড ক্রিসেন্ট হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন এক শিশু।

নতুন রোগীর মধ্যে ২১৪ জনকে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত জানুয়ারি থেকে এ পর্যন্ত রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ৪১ জনের মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে।

জানুয়ারি থেকে প্রায় ৯ হাজার ৫৬৯ জন রোগী ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৮ হাজার ৪১৫ জনকে সুস্থ হওয়ার পর ছেড়ে দেয়া হয়েছে।