October 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, June 23rd, 2023, 8:24 pm

ইন্দোনেশিয়া থেকে ৬৪ হাজার টন কয়লা নিয়ে জাহাজ ভিড়েছে মাতারবাড়ীতে

ইন্দোনেশিয়া থেকে ৬৪ হাজার ৩০০ টন কয়লা নিয়ে পানামা’র পতাকাবাহী ‘এমভি-নাবিওস অ্যাম্বার’ নামে একটি জাহাজ ভিড়েছে মাতারবাড়ী গভীর সমুদ্রের কৃত্রিম জেটিতে।

মহেশখালীর মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য এসব কয়লা আনা হয়েছে। এ নিয়ে গত দুই মাসে এলো ৩ লাখ টনের বেশি কয়লা।

শুক্রবার (২৩ জুন) দুপুর ১২টায় চট্টগ্রাম বন্দরের শক্তিশালী টাগ কাণ্ডারি ২ ও ৪ সহ চারটি টাগের সহয়তায় বন্দরের বহির্নোঙরে থেকে ব্রেক ওয়াটার দিয়ে কয়লা বিদ্যুৎকেন্দ্রের জেটিতে নেওয়া হয় জাহাজটি।

বিষয়টি নিশ্চিত করেন মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের সিকিউরিটি অফিসার আলফাজ আহমেদ।

তিনি জানান, ইন্দানেশিয়ার তারাহান বন্দর থেকে কয়লা নিয়ে পানামার পতাকাবাহী সাড়ে ১২ মিটার ড্রাফটের জাহাজটি বাংলাদেশে এসেছে। এটি এ বিদ্যুৎকেন্দ্রে কয়লা নিয়ে আসা পঞ্চম জাহাজ।

তিনি আরও জানান, এর আগে চারটি জাহাজ করে প্রায় আড়াই লাখ টন কয়লা এসেছে। কয়লা নিয়ে পরিক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম চলছে। এছাড়া শিগগিরই মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হবে।

—-ইউএনবি