September 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, June 27th, 2023, 8:21 pm

শুভেচ্ছাদূত হয়ে বাংলাদেশে আসছেন মার্তিনেজ

অনলাইন ডেস্ক :

আর্জেন্টিনা নিয়ে বাংলাদেশিদের আবেগের কথা তাঁর জানা। এ জন্যই কলকাতা আসার আগে বাংলাদেশ ঘুরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। তবে স্পন্সর সংকটসহ নানা জটিলতায় একটা সময় অনিশ্চিত হয়ে পড়েছিল সফরটা। সেই মেঘটা কেটেছে। বাংলাদেশে অল্প সময়ের জন্য হলেও আসার নিশ্চয়তা দিয়ে গত সোমবার ফেসবুকে নিশ্চিত করলেন মার্তিনেজ নিজেই, ‘আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ভারতীয় উপমহাদেশে আমার সফর শুরু হবে আগামী ৩ জুলাই ২০২৩ তারিখে। সফর শুরু হবে বাংলাদেশ থেকে, যেখানে আমি দেখা করব ফাউন্ডনেক্সট ও নেক্সট ভেনচার দলের সঙ্গে। আমাদের এই দেখাটা তৈরি করবে ভবিষ্যতের সমৃদ্ধ অভিজ্ঞতার সুর। বাংলাদেশে দেখাসাক্ষাৎ শেষে আমি কলকাতায় যাব, শুরু হবে আমার আড়াই দিনের ভারত অভিযান।

এই রোমাঞ্চকর অভিযান নিয়ে খুবই আগ্রহভরে অপেক্ষা করছি এবং এই সফরে যে বৈচিত্র্যময় অভিজ্ঞতা আর শিক্ষা পাব, প্রত্যাশায় আছি সেটা নেওয়ার।’ কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত এই আর্জেন্টাইনের সঙ্গে যোগাযোগ করেছিলেন শুধু কলকাতায় আনার ব্যাপারে। বাংলাদেশে আসার আগ্রহ মার্তিনেজ জানান নিজেই। গত বিশ্বকাপে আর্জেন্টিনা নিয়ে বাংলাদেশে যে উন্মাদনা, এর খবর পৌঁছে গিয়েছিল লিওনেল মেসির পুরো দলের কাছে। তাতে চ্যাম্পিয়ন হওয়ার পর বুয়েনস এইরেসে আর্জেন্টিনার উদযাপনে দেখা মিলেছিল বাংলাদেশের পতাকারও। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে দূতাবাস খুলেছে আর্জেন্টিনা। মার্তিনেজের এই সফরে সম্প্রীতিটা আরো বাড়বে। বাংলাদেশে আসতে মোটা অঙ্কের কোনো টাকা নিচ্ছেন না তিনি। মার্তিনেজকে আনতে কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেছিলেন শতদ্রু।

অনেকে আগ্রহী হলেও ডলার সংকটের কারণে তৈরি হয় জটিলতা। এজন্য শতদ্রু জানিয়েছেন, ‘মার্তিনেজ বাংলাদেশে আসছেন অনেকটা শুভেচ্ছাদূত হয়ে। শুধু বিমান ভাড়া ও আনুষঙ্গিক খরচ বহন করছে একটি প্রতিষ্ঠান।’ ৩ জুলাই ভোর ৫টায় বাংলাদেশে আসবেন মার্তিনেজ। তাঁর সঙ্গে থাকবেন কয়েকজন নিরাপত্তকর্মী। এরপর হোটেলে বিশ্রাম নিয়ে এক-দুই ঘণ্টার কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারেন। চেষ্টা চলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করানোরও।