October 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 3rd, 2023, 8:13 pm

যারা আপনাকে নির্বাচিত করেছেন তাদের চাহিদা পূরণ করুন: মেয়র ও কাউন্সিলরদের প্রতি প্রধানমন্ত্রী

ছবি: পি আই ডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকায় কাজ করার সময় জনগণের সেবা এবং তাদের চাহিদা পূরণের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘আপনাকে জনগণের চাহিদা এবং চাওয়া পূরণ করতে হবে যারা তাদের ভোট দিয়ে আপনাকে নির্বাচিত করেছে।’

সোমবার প্রধানমন্ত্রী তার কার্যালয়ের শাপলা হলে বরিশাল, খুলনা ও গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে এ কথা বলেন।

নবনির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের সেবা করার সুযোগ রয়েছে। আমি চাই আপনারা আপনাদের নিজ এলাকায় সরকারি কর্মচারী হিসেবে কাজ করুন।

প্রধানমন্ত্রী তিন সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়রদের শপথ পাঠ করান- বরিশালের আবুল খায়ের আবদুল্লাহ, খুলনার তালুকদার আবদুল খালেক এবং গাজীপুরের জায়েদা খাতুন।

পরে সাধারণ ওয়ার্ডের নবনির্বাচিত ১৫৭ কাউন্সিলর এবং তিন সিটি করপোরেশনের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলররাও একই স্থানে শপথ নেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইব্রাহিম।

মঞ্চে উপস্থিত ছিলেন এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।

১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত) ৮৭ হাজার ৮০৭ ভোট পেয়ে জয়ী হন।

গত ১২ জুন খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়ে জয়ী হন।

২৫ মে গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়ে জয়ী হন।

—-ইউএনবি