অনলাইন ডেস্ক :
ফিলিস্তিনি শহর জেনিনের প্রায় ৮০ শতাংশ বাড়িঘর সাম্প্রতিক ইসরায়েলি সামরিক অভিযানে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন শহরের ডেপুটি গভর্নর কামাল আবু আল রুব। ইসরায়েলি সেনাবাহিনী গত বুধবার ভোরে জেনিন থেকে সেনা প্রত্যাহার করে। এটি ছিল ২০ বছরেরও বেশি সময়ের মধ্যে শহরে ইসরায়েলিদের বড় সামরিক অভিযান। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি অভিযানে কমপক্ষে ১২ ফিলিস্তিনি নিহত এবং শতাধিক আহত হয়েছে। গত সোমবার শুরু হওয়া ইসরায়েলি অভিযানটি অধিকৃত পশ্চিম তীরের শহরজুড়ে ধ্বংসের ছাপ রেখে গেছে।
কামাল আবু আল রুব বলেন, ‘হামলায় বাড়িঘর এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।’ তিনি বলেন, ‘জেনিন শরণার্থী শিবিরের প্রায় ৮০ শতাংশ বাড়ি ধ্বংস, ক্ষতিগ্রস্ত বা পুড়িয়ে ফেলা হয়েছে। ধারণা করা হয়, জেনিন শরণার্থী শিবিরে প্রায় এক হাজার আবাসিক ইউনিটে ১৫ হাজার ফিলিস্তিনি বসবাস করে। আবু আল রুব বলেন, ‘ইসরায়েলি অভিযানে কয়েক ডজন যানবাহন ও সরবরাহ লাইনও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি এই অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক, জর্ডান, মিসর, ইন্দোনেশিয়াসহ মুসলিম প্রধান দেশগুলো।
আরও পড়ুন
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু