October 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 7th, 2023, 7:50 pm

কক্সবাজারে সংরক্ষিত বনে হাতির মৃত্যু

কক্সবাজারের রামুর সংরক্ষিত বনাঞ্চলে অসুস্থ একটি হাতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বনে হাতিটি পড়ে থাকার খবরে ঘটনাস্থলে গিয়ে চিকিৎসা প্রদান করা শুরু করলেও বিকাল ৪ টার দিকে মারা যায় হাতিটি।

হাতির বয়স অনুমানিক ৭০ বছর এবং বার্ধক্যজনিত কারণে হাতিটির মৃত্যু হয়েছে বলে ধারণা করছে ভেটেরিনারি চিকিৎসকরা।

রামু রাজাকুল রেঞ্জ কর্মকর্তা নাজমুল হোসেন জানিয়েছেন, রামু উপজেলার রাজারকুলের দারিয়ারদীঘি এলাকার সংরক্ষিত বনাঞ্চলে একটি হাতি অসুস্থ হয়ে পড়ে আছে এমন খবর পাওয়া যায়।

খবর পেয়ে বনবিভাগের কর্মকর্তা-কর্মী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা পশু চিকিৎসক ও ডুলহাজারাস্থ বঙ্গবন্ধু সাফারি পার্কে ভেটেরিনারি চিকিৎসক ঘটনাস্থলে যান। এরপর চিকিৎসা প্রদানও শুরু হয়। হাতিটি বারবার উঠে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। বিকাল ৪টার দিকে হাতিটির মৃত্যু হয়।

কক্সবাজার দক্ষিণ বিভাগীয় বন কর্মকর্তা সারওয়ার আলম ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, হাতিটির ময়নাতদন্ত শেষে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

—-ইউএনবি