অনলাইন ডেস্ক :
মার্কিন যুক্তরাষ্ট্রের নারী জাতীয় ফুটবল দলের মেগান র্যাপিনো ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। মৌসুমের শেষে ফুটবলকে বিদায় জানাবেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা। র্যাপিনো লিখেছেন, ‘কৃতজ্ঞতার সাথে জানাচ্ছি যে, আমি সিদ্ধান্ত নিয়েছি সুন্দর এই খেলাটির এটাই আমার শেষ মৌসুম। কখনো কল্পনা করিনি যে ফুটবল আমাকে এভাবে রূপ দিবে, আমার জীবনকে চিরতরে বদল দিবে।’ তিনি আরো লিখেছেন, ‘অসাধারণ একটি ক্যারিয়ার শেষ করতে পেরে আমি সন্তুষ্ট। এই খেলাটি আমাকে বিশ্বব্যপী পরিচয় এনে দিয়েছে।
একই সঙ্গে অসাধারণ কিছু মানুষের সাথে পরিচয়ের উপলক্ষ করে দিয়েছে। এতটা দীর্ঘ সময় খেলতে পারাটাও সৌভাগ্যের। যতটা সাফল্য এসেছে তা কল্পনা করিনি। যাওয়ার আগে এমন একটি প্রজন্মকে সামনে রেখে যাচ্ছি যারা ফুটবলে নিজেদের এতটা সাফল্য কখনই আশা করেনি। এটাই আমার শেষ বিশ্বকাপ, শেষ এনডব্লিউএসএল মৌসুম।’ ১৭ বছর জাতীয় দলের জার্সিতে যুক্তরাষ্ট্রকে প্রতিনিধিত্ব করেছেন র্যাপিনো।
এ সময়ের মধ্যে খেলেছেন ১৯৯টি আন্তর্জাতিক ম্যাচ। ২০১২ সালে লন্ডন অলিম্পিকে স্বর্ণ পদকও জয় করেছেন। ২০১৯ সালে জিতেছেন ফিফা বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার। গত বছর জুলাই মাসে তিনি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মান পেয়েছিলেন। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন র্যাপিনোকে স্বাধীনতা রাষ্ট্রপতি পদক প্রদান করেন। প্রথম ফুটবলার হিসেবে র্যাপিনো এই পদক অর্জন করেছিলেন।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা