November 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 29th, 2021, 9:20 pm

ঢাবিতে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ

অনলাইন ডেস্ক:

ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনির মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ অতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব। রোববার (২৯ আগষ্ট) সকাল দশটায় দলীয় কর্মসূচি পালনকালে তাদের ওপর এই হামলা চালানো হয় বলে জানান রাকিবুল ইসলাম রাকিব। রাকিব বলেন, আমাদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান জুয়েলের মুক্তির দাবিতে কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের দিকে যাওয়ার পথে বিশ্ববিদ্যালয় বিএনসিসি’র কার্যালয়ের সামনে ছাত্রলীগ শ্লোগান দিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব মো. আমান উল্লাহ আমান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম খান আনিক, যুগ্ম আহ্বায়ক হাসান আল আরিফ, যুগ্ম আহ্বায়ক এবিএম ইজাজুল কবির রুয়েল, যুগ্ম আহ্বায়ক শরীফ প্রধান, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, আহ্বায়ক সদস্য এস এম দিদারুল ইসলাম, আরিফুল ইসলাম আরিফ, ফারহান আরিফ, নাসির উদ্দিন শাওন, হাজী মুহম্মদ মহসিন হল ছাত্রদলের সভাপতি মো. ওমর ফারুক মামুন, শেখ মুজিবুর রহমান হল ছাত্রদলের সভাপতি গাজী মো. সাদ্দাম হোসেন, ফজলুল হক মুসলিম হল ছাত্রদলের সভাপতি মো. মাসুম বিল্লাহ্, সূর্যসেন হল ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হান্নান তালুকদার, বিজয় একাত্তর হল ছাত্রদলের সহ-সভাপতি আলমগীর হোসেনসহ কয়েকজন আহত হয়েছেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব আমানুল্লাহ আমান গুরুতর আহত হন বলে তিনি জানান। হামলার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, সকালে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা অসহায় দুঃস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ নিয়ে ব্যস্ত ছিলো। ক্যাম্পাসে যে ঘটনাটি ঘটেছে, আমরা যা জানতে পেরেছি‑ যারা ২১ আগস্ট ও ১৫ আগস্টের ঘাতকদের রাজনৈতিক উত্তরাধিকারী এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে যারা ষড়যন্ত্র করে, আক্রমণ পরিচালনা করে তাদেরকে লাইফ সাপোর্ট প্রদান করে এবং সাম্প্রতিককালে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা যাদের প্রধানতম দলীয় অ্যাসাইনমেন্টে পরিণত হয়েছে, এই অশুভ অশক্তির বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী দল-মত নির্বিশেষে প্রতিরোধ গড়ে তুলবে এটাই স্বাভাবিক।