September 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 11th, 2023, 3:30 pm

হালুয়াঘাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ (হালুয়াঘাট):

ময়মনসিংহের হালুয়াঘাটে মাদক মামলায় যাবজ্জীবন সাজা প্রাপ্ত পলাতক আসামি সুরুজ মিয়াকে (৪০) হালুয়াঘাট থানা পুলিশ ও ময়মনসিংহ র‌্যাব-১৪ এর যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী সুরুজ মিয়া (৪৫) উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের ভাড়ালিয়াকোনা গ্রামের মৃত সফর উদ্দিন এর পুত্র।

সোমবার (১০ জুলাই) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ সুমন চন্দ্র রায়-এর তত্ত্বাবধানে এসআই সাইদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (ময়মনসিংহ র‌্যাব-১৪) এর সহযোগিতায় যৌথ অভিযানে ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকা হতে গ্রেফতার করা হয়।

থানা পুলিশের তথ্যমতে, মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সুরুজ মিয়াকে বিগত ২০১২ সালে ফেব্রুয়ারী মাসে ১ হাজার একশত বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ র‌্যাব-৯ ময়মনসিংহ ক্যাম্প গ্রেফতার করে হালুয়াঘাট থানায় ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মাদক মামলা দায়ের করেন। মামলায় পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে বেশ কয়েকবার আদালতের ধার্যকৃত শুনানীতেও অংশগ্রহণ করেন। মামলার শেষ ভাগে এসে গা ঢাকা দেন। আদালত আসামী সুরুজের বিরুদ্ধে বাদীর আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামী সুরুজ‘কে ওই মামলায় যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।

তথ্যটি নিশ্চিত করে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে হালুয়াঘাট থানা পুলিশ ও ময়মনসিংহ র‌্যাব-১৪ যৌথ এর আভিযানিক দল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সুরুজ মিয়াকে ঢাকা জেলার সাভার থানাধীন নরসিংহপুর বুড়িপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, মামলার রায়ের পর থেকে সাজাতে এড়াতে সে দীর্ঘদিন দেশের বিভিন্ন জেলায় পালিয়ে বেড়িয়েছেন। আাটকের পর তাকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।