September 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 12th, 2023, 7:56 pm

জুন মাসে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১৬

চলতি বছরের জুন মাসে দেশে ৫৫৯টি সড়ক দুর্ঘটনায় ৫১৬ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ৮১২ জন। নিহতের মধ্যে ৭৮ জন নারী এবং ১১৪ জন শিশু।

বুধবার বেসরকারি প্রতিষ্ঠান রোড সেফটি ফাউন্ডেশনের (আরএসএফ) প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, এই সময় ২০৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৬৯ জন নিহত হয়েছেন; যা মোট নিহতের ৩৩ দশমিক ৭৫ শতাংশ। নয়টি নৌপথে দুর্ঘটনায় ৯ জন নিহত ও ৭ জন নিখোঁজ হয়েছেন। একই সময়ে ২১টি রেল দুর্ঘটনায় কমপক্ষে ১৮ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। এ সময়ে দুর্ঘটনায় অন্তত ৩৮টি কোরবানির পশুও মারা গেছে।

৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল ও ইলেকট্রনিক মিডিয়ার প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে এ তথ্য প্রস্তুত করেছে আরএসএফ।

সড়ক দুর্ঘটনায় ৯৯ জন পথচারী নিহত হয়েছেন; যা মোট নিহতের ১৯ দশমিক ১৮ শতাংশ। এ ছাড়া যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৭৬ জন। যা মোট নিহতের ১৪ দশমিক ৭২ শতাংশ।

মঙ্গলবার (১২ জুন) রোড সেফটি ফাউন্ডেশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ২৪৭টি (৪৪ দশমিক ১৮ শতাংশ) আঞ্চলিক সড়কে, ১৮২টি (৩২ দশমিক ৫৫ শতাংশ) জাতীয় সড়কে, ৫৯টি (১০ দশমিক ৫৫ শর্তাংশ) গ্রামীণ সড়কে এবং অন্যান্য স্থানে তিনটি (শূন্য দশমিক ৫৩ শতাংশ) সংঘটিত হয়েছে।

অন্যদিকে, মোট দুর্ঘটনার মধ্যে ২৬৮টি (৪৭ দশমিক ৯৪ শর্তাংশ) চাকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার কারণে এবং ১০৯টি (১৯ দশমিক ৪৯ শর্তাংশ) সংঘর্ষের কারণে ঘটেছে।

এ ছাড়া ৯৭টি দুর্ঘটনার মধ্যে ১৭ দশমিক ৩৫ শর্তাংশ ঘটেছে পথচারীদের কারণে, ৭২টি দুর্ঘটনার মধ্যে ১২ দশমিক ৮৮ শর্তাংশ গাড়ির পেছনের দিকে আঘাতের কারণে এবং ২ দশমিক ৩২ শর্তাংশ অন্যান্য কারণে ঘটেছে।

—-ইউএনবি