November 23, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 12th, 2023, 8:56 pm

এফ-১৬ জঙ্গিবিমান পাচ্ছে আঙ্কারা

অনলাইন ডেস্ক :

তুরস্ককে এফ-১৬ জঙ্গিবিমান সরবরাহ করার ব্যাপারে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি তুরস্কের পুরনো যুদ্ধবিমানগুলো আধুনিকায়ন করে দেবে মার্কিন সরকার।ন্যাটো সামরিক জোটে সুইডেনের সদস্য পদ লাভের প্রতি তুরস্ক সমর্থন দেয়ার পর পরই আমেরিকার পক্ষ থেকে এসব ঘোষণা এলো। তুরস্কের সমর্থনকে বিশ্লেষকরা ইউটার্ন হিসেবে বিবেচনা করছেন। বুধবার (১২ জুলাই) মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সালিভান জানান, নতুন এফ-১৬ সরবরাহ এবং পুরনো বিমান আধুনিকায়নের ব্যাপারে তুর্কি সরকার আমেরিকাকে যে অনুরোধ করেছিল প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রতি সমর্থন জানিয়েছেন। জেইক সালিভানের আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন তুরস্ক যদি ন্যাটো জোটে সুইডেনের সদস্য পদের জন্য সমর্থন দেয় তাহলে ওয়াশিংটন তুরস্কের সামরিক বাহিনীকে আধুনিকায়ন করে দেবে।

২০২১ সালে তুরস্ক আমেরিকাকে ২০০০ কোটি ডলারের নতুন এফ-১৬ জঙ্গিবিমান সরবরাহ এবং পুরনো যুদ্ধবিমান আধুনিকায়নের কিট বিক্রির অনুরোধ জানিয়েছিল। দীর্ঘদিন ধরে ন্যাটো জোটে সুইডেনের সদস্য পদ লাভের বিষয়ে প্রধান বাধা ছিল তুরস্ক। কিন্তু গত সোমবার তুর্কি প্রেসিডেন্ট রজব তায়েব এরদোগান সুইডেনের সদস্য পদের প্রতি সমর্থন জানান।