November 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 14th, 2023, 8:27 pm

ইউভেন্তুসও সুপার লিগ ছেড়ে যাচ্ছে

অনলাইন ডেস্ক :

বছর দুয়েক আগে ফুটবলের প্রতিষ্ঠিত সব শক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে যে ইউরোপিয়ান সুপার লিগ আয়োজনের ঘোষণা এসেছিল, তা ভেস্তে যেতেও সময় লাগেনি। ‘মুমূর্ষ প্রকল্পটি’ ঘিরে এতদিন যে তিনটি ক্লাব নতুন করে শুরুর স্বপ্ন দেখছিল, তার মধ্যে একটি ইউভেন্তুসও সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইতালিয়ান ক্লাবটি বৃহস্পতিবার দেওয়া বিবৃতিতে নিশ্চিত করে বলেছে যে, তারা এরইমধ্যে ইউরোপিয়ান সুপার লিগ প্রকল্প থেকে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছে। ২০২১ সালের এপ্রিলে মূলত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রতিদ্বন্দ্বী হিসেবে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিল শুরুতে এতে যোগ দেওয়া ১২টি ক্লাব। কিন্তু ফিফা ও উয়েফাসহ এর বিভিন্ন অঙ্গসংগঠনের প্রবল বাধা ও সমর্থকদের কড়া সমালোচনার মুখে ৪৮ ঘণ্টার মধ্যে সরে দাঁড়ায় ৯টি ক্লাব।

টিকে থাকে কেবল রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও ইউভেন্তুস। এবার সরে যাচ্ছে তুরিনের ক্লাবটিও। ইউভেন্তুস তাদের বিবৃতিতে লিখেছে, তাদের সরে যাওয়ার পরিকল্পনা নিয়ে এরইমধ্যে তারা রিয়াল ও বার্সেলোনার সঙ্গে আলাপ করেছে। এখন স্পেনের এই দুই ক্লাব সম্মতি দিলেই ইউভেন্তুসের বেরিয়ে যাওয়ার বিষয়টি চূড়ান্ত হবে। এই সুপার লিগ প্রকল্প পরিকল্পনার পেছনে যে কয়েকজন মূল ব্যক্তি ছিলেন, তাদের একজন ইউভেন্তুসের ওই সময়ের সভাপতি আন্দ্রেয়া আগনেল্লি। ক্লাবের খেলোয়াড়দের অর্থ প্রদানে অনিয়মের দায়ে তাকে সম্প্রতি ১৬ মাসের নিষেধাজ্ঞা দেয় ইতালির একটি আদালত। অবশ্য আর্থিক অনিয়মের অভিযোগ ওঠার পর তদন্ত চলার মধ্যে গত নভেম্বরেই ক্লাবের সকল পরিচালকদের নিয়ে পদত্যাগ করেছিলেন আগনেল্লি।