November 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 14th, 2023, 8:28 pm

৪ বছরের চুক্তিতে মিলানে পুলিসিক

অনলাইন ডেস্ক :

চলতি গ্রীষ্মের দলবদলে চেলসি ছেড়ে চলে যাওয়া খেলোয়াড়দের তালিকা আরও লম্বা হলো। প্রিমিয়ার লিগের ক্লাবটি থেকে চার বছরের চুক্তিতে এসি মিলানে যোগ দিলেন যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ক্রিস্টিয়ান পুলিসিক। ২৪ বছর বয়সী এই ফুটবলারকে দলে টানার কথা বৃহস্পতিবার বিবৃতি দিয়ে জানায় ইটালিয়ান ক্লাবটি। ট্রান্সফার ফির অঙ্ক প্রকাশ করেনি তারা। তবে ব্রিটিশ গণমাধ্যমের খবর, এজন্য ২ কোটি ইউরো খরচ হয়েছে সেরি আর ক্লাবটির। ২০১৯ সালে বরুশিয়া ডর্টমুন্ড থেকে চেলসিতে যোগ দেন পুলিসিক। দলটির হয়ে চার মৌসুমে ১৪৫ ম্যাচ খেলে ২৬ গোল করার পাশাপাশি তিনি অ্যাসিস্ট করেন ২১টি। ২০২১ সালে দলের চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জয়ে রাখেন অবদান।

স্ট্যামফোর্ড ব্রিজে গত মৌসুমটা তার মোটেও ভালো কাটেনি। মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩০ ম্যাচ খেলে গোল করতে পারেন কেবল একটি। ঠিকানা বদলের জন্য এটি তার জন্য সেরা সুযোগ বলে মনে করছেন তিনি। “চেলসির হয়ে গত কয়েক মৌসুম কঠিন ছিল। যে কারণেই হোক, যতটা সুযোগ চেয়েছিলাম তা আমি পাচ্ছিলাম না। আমার জন্য সরে যাওয়ার, নতুন করে শুরু করার এবং এই ধরনের বড় একটি দলের হয়ে খেলার দারুণ সুযোগ এটি।” গত মৌসুমে ১২তম স্থানে থেকে প্রিমিয়ার লিগ শেষ করায় এবার কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতায় দেখা যাবে না চেলসিকে। এরপর চলতি গ্রীষ্মের দলবদলে এরইমধ্যে ক্লাবটি ছেড়ে গেছেন কাই হাভার্টজ, মাতেও কোভাচিচ, ম্যাসন মাউন্ট, সেসার আসপিলিকুয়েতা, কালিদু কুলিবালি, এদুয়াঁ মঁদি ও এনগোলো কঁতে।