November 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 14th, 2023, 8:29 pm

মিয়ামিতে বাজার-সদাইয়ে ব্যস্ত মেসি

অনলাইন ডেস্ক :

বার্সেলোনা ছেড়ে ফ্রান্সে গিয়ে লিওনেল মেসি যে সুখে ছিলেন না- এতদিন এই দাবি অনেক ব্যক্তি এবং মিডিয়া করে এসেছে। এবার এই দাবিটার পেছনে শক্ত যুক্তি পাওয়া গেল। ইন্টার মিয়ামিতে যাওয়ার পর মেসি তার সাবেক ক্লাব পিএসজিকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করে দিয়েছেন! অনেকের মতে, এটা পিএসজির প্রতি মেসির মনোভাবের প্রকাশ। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’ জানিয়েছে, ইনস্টাগ্রামে মেসির অনুসারীর সংখ্যা ৪৭ কোটি ৮০ লাখ হলেও তিনি মাত্র ২৮১টি অ্যাকাউন্ট অনুসরণ করতেন। বৃহস্পতিবার সেটা ২৮০-তে নেমে আসে। পিএসজির অ্যাকাউন্টটি ‘আনফলো’ করেছেন মেসি! এর আগের দিন অর্থাৎ বুধবার মেসি মিয়ামিতে পাড়ি জমান। দ্রুতই তিনি ইন্টার মায়ামির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিপত্রে সাক্ষর করবেন এবং জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয়ও করিয়ে দেবে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দলটি। ইতোমধ্যেই নতুন জায়গায় মানিয়ে নিতে শুরু করেছেন মেসি।

চলছে ঘর গোছানোর কাজ। সংসারের জিনিসপত্র কিনতে মেসি নিজেই গিয়েছিলেন সুপারমার্কেটে। ফোর্ট লডারহিলের একটি পাবলিক চেইনশপ সুপারমার্কেটে মেসির বাজার করার বেশ কিছু ছবি সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে। মেসিকে দেখা যাচ্ছে ঝুড়ি হাতে খাবার এবং বিভিন্ন গৃহস্থালীর পণ্য কিনতে। এ সময় তার সঙ্গে ছিলেন তিন সন্তান-থিয়াগো, মাতেও এবং চিরো। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের লিগে মেসির অভিষেক হবে ২১ জুলাই লিগস কাপে মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে।