October 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, July 16th, 2023, 8:30 pm

অবশেষে টেস্টে শাহীন আফ্রিদির শততম উইকেট

অনলাইন ডেস্ক :

গত বছর গল টেস্টে ইনজুরি আক্রান্ত হয়ে ছিটকে গিয়েছিলেন। তাতে শততম টেস্ট উইকেটের জন্য শাহীন আফ্রিদিকে অপেক্ষায় থাকতে হয়েছে এক বছর। আজ সেই গল টেস্টেই লঙ্কানদের বিপক্ষে শততম টেস্ট উইকেটের মাইলফলক ছুঁয়েছেন পাকিস্তানি পেসার। রোববার গলে শুরু হয়েছে পাকিস্তান-শ্রীলঙ্কার প্রথম টেস্ট। গত বছর গলের প্রথম টেস্টে ইনজুরি পেয়ে লাল বলের ক্রিকেটে প্রায় এক বছর দর্শক হয়েছিলেন শাহীন। নতুন করে সেই লঙ্কায় প্রত্যাবর্তন টেস্টে মাইলফলকের অপেক্ষার অবসান হয়েছে তার। পাকিস্তানের হয়ে ১৯তম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। দ্বিতীয় ওভারে সাজঘরে পাঠিয়েছেন লঙ্কান ওপেনার নিশান মাদুশকাকে।

শাহীন গত বছর এই শ্রীলঙ্কায় গল টেস্টে বাউন্ডারি লাইনে বাজে ভাবে পড়ে চোট আক্রান্ত হন। যে ধরণের ইনজুরি ছিল তাতে ধারাবাহিক ও ধীরে ধীরে উন্নতি করতে হতো। ফলে এই সময়ে প্রথম শ্রেণির কোনো ম্যাচই খেলেননি তিনি। তবে সংক্ষিপ্ততম ফরম্যাটে ফেরেন ঠিকই। গত বছরের ওই চোটের পর অস্ট্রেলিয়ায় গত অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছেন। কিন্তু ফাইনালে নতুন করে চোট পান হাঁটুতে। সর্বশেষ এই বছরের শুরুতে মাঠে ফেরেন পাকিস্তান সুপার লিগ দিয়ে। তার পর নিউ জিল্যান্ডের বিপক্ষে এপ্রিলে খেলেছেন সীমিত ওভারের সিরিজ।