November 22, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, July 16th, 2023, 8:35 pm

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নারীসহ নিহত ৪

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে এক ব্যক্তির বিরুদ্ধে চারজনকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। নিহতরা সবাই প্রাপ্তবয়স্ক এবং তাদের মধ্যে একজন নারী। স্থানীয় সময় গত শনিবার সকালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এই অঙ্গরাজ্যটির একটি শহরে এই হামলার ঘটনা ঘটে। খবর সিএনএন। হেনরি কাউন্টি শেরিফের কার্যালয় থেকে জানানো হয়, সন্দেহভাজন ব্যক্তি ৪০ বছর বয়সী আন্দ্রে লংমোর। অভিযুক্ত এই ব্যক্তি হ্যাম্পটনের বাসিন্দা। তবে হামলার পরপরই অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়। তাকে এখনো আটক করা সম্ভব হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার বেলা পৌনে ১১টার দিকে জর্জিয়ার পশ্চিমাঞ্চলে অবস্থিত ছোট শহর হ্যাম্পটনে অভিযুক্ত লংমোর চারজনকে গুলি করে হত্যা করে।

নিহতদের তিনজন পুরুষ এবং একজন নারী বলে কর্মকর্তারা জানিয়েছেন। নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। হ্যাম্পটন পুলিশ ডিপার্টমেন্টের প্রধান জেমস টার্নার গুলিবর্ষণের বিষয়ে বলেছেন, ‘হ্যাম্পটনে এটি দুঃখের দিন। এটা আমাদের জন্য স্বাভাবিক কোনো ঘটনা নয় এবং আমরা সবাই একসাথে শোক করব। অভিযুক্ত ব্যক্তিটিকে বিচারের আওতায় আনতে নিজেদের ক্ষমতায় থাকা সবকিছু করবে পুলিশ বিভাগ।’ এদিকে গত শনিবারের এই বন্দুক হামলার কারণ ও এর উদ্দেশ্য ঠিক কী ছিল তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। তবে নিহতদের কারও সঙ্গে অভিযুক্ত লংমোর সম্পর্কিত ছিলেন কিনা তা তদন্ত করে দেখছেন কর্মকর্তারা। এছাড়া লংমোরের গ্রেপ্তারে যেকোনো তথ্যের জন্য ১০ হাজার মার্কিন ডলার পুরষ্কারও ঘোষণা করা হয়েছে।