খুলনা নগরীর সোনালী ব্যাংক চত্বরে ‘তারুণ্যের সমাবেশ’ আয়োজন করেছে বিএনপির তিন অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।
সোমবার (১৭ জুলাই) সকাল থেকেই সমাবেশ স্থলে মিছিল নিয়ে আসতে দেখা যায় নেতাকর্মীদের। নেতাকর্মীদের উজ্জীবিত করতে সমাবেশ মঞ্চে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
এদিকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা অভিযোগ করেছেন, সমাবেশ যাতে সফল না হয় সে জন্য বাধা দেওয়া হচ্ছে। ক্ষমতাসীনরা খুলনার পাইকগাছা ও কয়রা উপজেলায় বাস বন্ধ করে দিয়েছে।
মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের নেতারা রবিবার (১৬ জুলাই) কয়রা ও পাইকগাছা উপজেলায় বাস চলাচল বন্ধ করে দিয়েছে। সোমবারও বাস চলাচল বন্ধ থাকবে।
তিনি বলেন, শত বাধা উপেক্ষা করে নেতাকর্মীরা এসে সমাবেশকে জনসমুদ্রের রূপ দেবে। দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হবে। তার আগেই সকাল থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে এসেছে। মঞ্চে জাসাসের (জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা) শিল্পীরা সঙ্গীত পরিবেশন করছেন।
তিনি আরও বলেন, এরপর দুপুরে সমাবেশ শুরু হবে। সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
—-ইউএনবি
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী অন্তর্বর্তীকালীন সরকার: নাহিদ ইসলাম