নিজস্ব প্রতিবেদক :
কিছুদিন আগেই অস্ট্রেলিয়া দল এসে হাড়ে হাড়ে বুঝে গেছে মিরপুর শেরবাংলার উইকেট কেমন। ওই সিরিজে মিরপুরের উইকেট ছিল ব্যাটসম্যানদের জন্য বিভীষিকা। তাছাড়া গতিময় পেসারদের জন্য এই উইকেট কার্যকর নয়। এখানকার উইকেট সবসময় মন্থর থাকে। বল পিচ করে ধীরে ব্যাটে আসে। কিন্তু অস্ট্রেলিয়া সিরিজে সবকিছু যেন বেশিই ছিল। আসন্ন নিউজিল্যান্ড সিরিজে ‘ভালো মানের’ পিচ আশা করছেন টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, ‘আমি ভালো উইকেটের আশা করছি। আমরা জানি, ভালো ব্যাটিং উইকেটে ব্যাট করা ও ব্যাটিং লাইন-আপের আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়া কতটা গুরুত্বপূর্ণ। পাশাপাশি ম্যাচ জয় করা ও জয়ের আত্মবিশ্বাস কতটা জরুরি, সেটাও জানি। আমার ধারণা, মিরপুরের স্বাভাবিক ও ভালো উইকেটই পাওয়া যাবে এই সিরিজে, যেখানে ১৫০-১৬০ রান হবে ভালো স্কোর। এটাই হয়তো পরিস্থিতির দাবি এবং এমন কিছুর দিকেই আমরা তাকিয়ে থাকব।’ অস্ট্রেলিয়া সিরিজে অবশ্য দুটি উইকটে পরপর পাঁচটি ম্যাচ হয়েছে। তাই উইকেট পরিচর্যার সময় হয়নি। তাছাড়া ভারী বৃষ্টি থাকায় মাটি ছিল ভেজা। এবার তেমনটা হবে না বলে আশা করছেন ডমিঙ্গো, ‘আমি তো আর মাঠকর্মী নই! আমি কেবল ভালো উইকেটের আশাই করতে পারি। একটা ব্যাপার হলো, বছরের এই সময়টায় যে আর্দ্রতা ও যে পরিমাণ বৃষ্টি হয়, সূর্যের মুখ খুব একটা দেখা যায় না। বছরের অন্যান্য সময় যে ধরনের উইকেট বানানো যায়, এই সময়টায় ওইরকম উইকেট পাওয়া কঠিন।’
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা