জেলা প্রতিনিধি:
ভারতে অনুপ্রবেশকালে ঝিনাইদহের মহেশপুর থেকে ১৫ জনকে আটক করেছে বিজিবি। সোমবার (৩০ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সীমান্তবর্তী এলাকা কাঞ্চনপুর গ্রামের একটি মাঠ থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- নাটোরের সিংড়া উপজেলার তেমুখ গ্রামের মৃত মনতাজ আলীর ছেলে জলিল চৌধুরী (৪১), তহুরুল ইসলাম (৩৫), একই গ্রামের আফছার আলীর ছেলে রুবেল হোসেন (২৬), মৃত আবদুর রহমানের ছেলে রফিকুল ইসলাম (৫৩), এন্তাজ চৌধুরীর ছেলে উজ্জ্বল চৌধুরী (৪০), সোনা চৌধুরী (৩৮), তরজুল আলীর ছেলে শাহাদাত হোসেন (২৭), মৃত আলী হোসেনের ছেলে আলম আলী (৩৬), রফিকুল চৌধুরীর ছেলে রবিন হুড চৌধুরী (২৪), জহুরুল ইসলামের ছেলে আবদুর রশিদ (৩৯), রফিকুল ইসলামের ছেলে মিঠুন চৌধুরী (৩২), একই উপজেলার সিংড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে হাফিজুর রহমান (৪১), গোলাম রসুলের ছেলে কাসেম আলী (৪৪), গাব্বার মিয়ার ছেলে রাশেদুল ইসলাম (২৩) ও মৃত জুনাব আলীর ছেলে হাসেম আলী (৪৯)। ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান বলেন, তারা অবৈধভাবে ভারত যাওয়ার চেষ্টা করেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মামলা দিয়ে তাকের থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি