November 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 20th, 2023, 9:19 pm

ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু

দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মানুষের মৃত্যু হচ্ছে প্রতিদিন। ১ মাসের বাচ্চা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসাতালে চিকিৎসা নিচ্ছে। ছবিটি বৃহস্পতিবার মুগদা হাসপাতাল থেকে তোলা।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৫ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, এই সময়ের মধ্যে, ডেঙ্গু জ্বরে আরও ১ হাজার ৭৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

নতুন রোগীদের মধ্যে ৮৪৫ জনকে ঢাকার হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ঢাকার বাইরের হাসপাতালে ৯১০ জন ভর্তি হয়েছেন।

এ ছাড়া রাজধানীতে ৩ হাজার ৫২২ জনসহ মোট ৫ হাজার ৯৩৭ জন ডেঙ্গু রোগী এখন সারা দেশের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

চলতি বছর এ পর্যন্ত, ২৭ হাজার ৫৪৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং এ সময় ২১ হাজার ৪৫৫ সুস্থ হয়েছেন।

দেশে গত বছর ডেঙ্গুতে ২৮১ জন মারা গেছেন। এ ছাড়া, গত বছর ৬২ হাজার ৪২৩ জন এ রোগে আক্রান্ত হন এবং ৬১ হাজার ৯৭১ জন সুস্থ হয়েছেন। ২০১৯ সালে ১৭৯ জনের মৃত্যু হয়েছিল।

—-ইউএনবি