লাখো মানুষের জীবন রক্ষাকারী টিকা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর, বি) জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী পাচ্ছেন চলতি বছরের র্যামন ম্যাগসাইসাই পুরস্কার।
৭০ বছর বয়সী এই বিজ্ঞানীকে আগামী ২৮ নভেম্বর ম্যানিলার র্যামন ম্যাগসাইসাই সেন্টারে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নোবেল সম মর্যাদার এই এশিয়ান পুরস্কার দেয়া হবে।
ড. কাদরী বাংলাদেশের একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি চিকিৎসা গবেষণায় বিশেষজ্ঞ হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই লক্ষ্যেই তিনি যুক্তরাজ্যের লিভারপুল বিশ্ববিদ্যালয় থেকে জৈব রসায়ন নিয়ে উচ্চতর ডিগ্রি লাভ করেন।
পড়াশোনা শেষ করে দেশে ফিরে ১৯৮৮ সালে প্রথমে তিনি স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। পরে তিনি ঢাকায় অবস্থিত আইসিডিডিআর,বিতে যোগ দেন।
–ইউএনবি
আরও পড়ুন
বাংলাদেশে চিংড়ির রফতানি পরিমাণ কমছে ধারাবাহিকভাবে
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষ