November 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 1st, 2023, 7:48 pm

আজ থেকে শুরু হলো শোকের মাস

১৯৭৫ সালের যে মাসে জাতি তার সর্বশ্রেষ্ঠ নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারিয়েছিল, সেই মাস আজ থেকে শুরু হয়েছে।

১৫ আগস্টের হত্যাকাণ্ড জাতির ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়। কিছু অসন্তুষ্ট সেনা সদস্য শুধু জাতির পিতাকেই হত্যা করেনি, সঙ্গে তার পরিবারের বেশিরভাগ সদস্যকেও হত্যা করেছে।

আত্মস্বীকৃত খুনিরা অন্ধকার রাতে ১০ বছর বয়সী শেখ রাসেলকেও রেহাই দেয়নি।

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা সে সময় জার্মানিতে থাকায় প্রাণে বেঁচে যান।

বর্বরোচিত হত্যাকাণ্ডের কথা স্মরণ করে জাতি ভারাক্রান্ত হৃদয়ে আগস্ট মাসটিকে শোকের মাস হিসেবে পালন করে।

ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শোকের মাস পালনে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।

—-ইউএনবি